আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বিতির নামাযে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে করণীয়

প্রশ্নঃ ২৫৪২০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিতির নামাজে ভুলে যদি দোয়া কুনুত না পড়ি তাহলে কি সাহু সিজদাহ দিতে হবে?

১৯ নভেম্বর, ২০২২
Hafar Al-Batin

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


বিতর নামাযে দোয়া কুনুত পড়া ওয়াজিব। সুতরাং যদি কোনো ব্যক্তি ভুলক্রমে বিতর নামাযে দোয়ায়ে কুনুত না পড়ে তাহলে তার উপর সেজদায়ে সাহু ওয়াজিব হবে। অন্যথায় তার বিতির নামায সহিহ হবে না। (কিতাবুন নাওয়াজেল ৩/৩৬০ ফাতাওয়া কাসিমিয়া ৭/৬২৪)
হাসান রহ. থেকে বর্ণিত, তিনি বলেন,
إِذَا نَسِيَ الْقُنُوتَ فِي الْوِتْرِ سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ
যে ব্যাক্তি দোয়া কুনুত ভুলে যায়, সে সেজদায়ে সাহু আদায় করবে। (আসসুনানুল কুবরা, বাইহাকী ৩৯৮৩)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন