আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সালাম ফিরানোর সঠিক নিয়ম

প্রশ্নঃ ৯৮৯৪১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজে সালাম ফিরানোর সঠিক নিয়ম কি? দ্বিতীয় বার সালামের সময় কি ঘাড় সোজা করে নিতে হবে?

৩ মে, ২০২৫
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সালাম ফিরানোর সঠিক পদ্ধতি হল, চেহারা কেবলা দিকে থাকা অবস্থায় সালামের শব্দ বলা শুরু করবে এবং সালাম বলতে বলতে চেহারা ডানে ফিরাবে। অনুরূপ দ্বিতীয় সালাম ফিরানোর সময়ও কিবলার দিক থেকে সালাম বলা শুরু করবে এবং সালাম বলতে বলতে চেহারা বাম দিকে ফিরাবে। হযরত মাওলানা রশীদ আহমাদ গাঙ্গুহী রহমাতুল্লাহি আলাইহি বলেনÑ

يأخذ فيها من تلقاء وجهه، ويختمها إذا مال وجهه إلى اليمين.

অর্থাৎ চেহারা সামনে থাকা অবস্থায় সালাম শুরু করবে, এরপর ডান দিকে চেহারা নিতে নিতে সালাম শেষ করবে। (আলকাউকাবুদ্ দুররী ১/২৮৯-২৯০)

বিখ্যাত হাদীস বিশারদ ইমাম নববী

রাহমাতুল্লাহি আলাইহি বলেনÑ

قال صاحب التهذيب وغيره: يبتدئ السلام مستقبل القبلة، ويتمه ملتفتًا بحيث يكون تمام سلامه مع آخر الالتفات.

অর্থাৎ কেবলার দিকে চেহারা থাকা অবস্থায় সালাম শুরু করবে এবং চেহারা ঘুরানো অবস্থায় সালাম সম্পন্ন করতে থাকবে। যাতে চেহারা ঘুরানো শেষ হওয়ার সাথে সালামও শেষ হয়ে যায়। (আলমাজমু শরহুল মুহাযযাব ৩/৪৫৮)

والله اعلم بالصواب

মাসিক আল কাউসার ৫৩৮৪ নং প্রশ্নোত্তর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন