আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ফজরের সুন্নত পড়ে ঘুমালে কি পুনরায় সুন্নত পড়তে হবে?

প্রশ্নঃ ১০৫৯৪৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আমি যদি তাহাজ্জুদ নামাজের পর ফজরের ওয়াক্ত আসলে ক্ববলাল ফজর ২ রাকাত সুন্নত নামায আদায় করি তার পরে একটু ঘুমাই এবং মসজিদের জামাতের সময় হলে মসজিদে গিয়ে জামাতে শরিক হই তাহলে কি আমার সুন্নাত নামায আবার পড়তে হবে?

১ জুন, ২০২৫
Nagarbari

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


না, এমতাবস্থায় পুনরায় সুন্নত পড়তে হবে না। তবে কাত চিত হয়ে ঘুমালে অজু ভেঙ্গে যাবে। তাই পুনরায় অজু করে নিতে হবে।

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَكَتَ المُؤَذِّنُ بِالأُولَى مِنْ صَلاَةِ الفَجْرِ قَامَ، فَرَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ صَلاَةِ الفَجْرِ، بَعْدَ أَنْ يَسْتَبِينَ الفَجْرُ، ثُمَّ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ، حَتَّى يَأْتِيَهُ المُؤَذِّنُ لِلْإِقَامَةِ»

আবুল ইয়ামান (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন মুয়াযযিন ফজরের নামাযের প্রথম আযান শেষ করতেন তখন রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে যেতেন এবং সুবহে সা’দিকের পর ফজরের নামাযের আগে দু’রাক'আত নামায সংক্ষেপে আদায় করতেন, তারপর ডান কাতে শুয়ে পড়তেন এবং ইকামতের জন্য মুয়াযযিন তার কাছে না আসা পর্যন্ত শুয়ে থাকতেন।

আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ (সহীহ বুখারী)
হাদীস নং: ৫৯৮ আন্তর্জাতিক নং: ৬২৬

হাদীসের লিংকঃ https://muslimbangla.com/hadith/598

والله اعلم بالصواب

মুফতী নাঈম সিদ্দীকী বিন আব্দুস সাত্তার শিক্ষক, হাদীস ও ফিকহ বিভাগ মারকাযুশ শরীয়াহ আলইসলামিয়া ঢাকা
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন