আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

চার রাকাত বিশিষ্ট নামাজে তিন রাকাত পড়ে বসে গেলে করণীয়

প্রশ্নঃ ২৬০০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হলো চার রাকাত বিশিষ্ট নামাজে তিন রাকাত পড়ে আমি যদি বসে যাই, এবং সাথে সাথ পিছন থেকে মুক্তাদি আমাকে স্বরন করিয়ে দেয়, আমি উঠে যাই এবং নামাজ পুর্ন করি। সাহু সিজদা দেই নাই।আমার মনে হয় নামাজের ওয়াজিব তরক হয় নাই।আপনি দয়া করে একটু সমাধান দিবেন।ক্লিয়ার হওয়ার জন্য। মায়াসসালাম।

৬ ডিসেম্বর, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
মুক্তাদির লোকমার সাথে সাথে ওঠে গেলে সেজদা সাহু দিতে হবে না। কিন্তু তিন তাসবিহ পরিমাণ বিলম্ব করলে সেজদা সাহু দিতে হবে। কাজেই প্রশ্নোক্ত ক্ষেত্রে ওয়াজিব তরক হয়নি বিধায় সেজদা সাহু ছাড়া আপনার নামাজ শুদ্ধ হয়েছে।

وتأخير القيام للثالثة بزيادة قدر أداء ركن ولو ساكنا (طحطاوى على مراقى الفلاح، كتاب الصلاة، باب سجود السهو-376

- তাহতাবী আলা মারাকিল ফালাহ-৩৭৬, ফাতওয়া তাতারখানিয়া-১/৭২৪, ফাতওয়া মাহমুদিয়া-১১/৪৮৭

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন