আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৪২৬৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আমি একজন কুয়েত প্রবাসী। এখানে কোরআন শরীফ পড়তে গিয়ে দেখি এখানকার কোরআন শরীফ গুলোতে সূরা ফাতেহাতে "বিসমিল্লাহির রহমানির রহিম" কে প্রথম আয়াত ধরা হয়েছে। তাছাড়া বাংলাদেশের একজন আলেম কে আমি ইউটিউবে বক্তব্য দিতে শুনেছি যে, আরব দেশগুলোতে সূরা ফাতেহার শুরুতে "বিসমিল্লাহির রহমানির রহিম" কে প্রথমে ধরা হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে "বিসমিল্লাহির রহমানির রহিম" কে আলাদাভাবে লিখা হয়েছে। এটা কেন লিখা হয়েছে। এটা তিনি ত্রুটি হিসেবে আখ্যা দেন। এ সম্পর্কে সহি মাসালা দিলে খুশি হব।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৯ জানুয়ারী, ২০২১
F২X৩+WVR
#৪১৪৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, (১#)আসরের চার রাকাত নামাজে ইমাম সাব, যদি ভুলে পাচঁ রাকাত নামাজ পরে ফেলে,তাহলে সাহু সেজদা দিলে কি নামাজ হয়ে যাবে।অথবা এর করনীয় কী?
(২#)সাহু সেজদাহ মনে ভুলে, না দিয়ে নামাজ শেষে যদি সন্দেহ বা লোকজন বলাবলি করে যে,পাচঁ রাকাত নামাজ পরেছেন,তখন ইমাম সাব এবং মাসবুক(যে সম্পুর্ন নামাজ জামাত এ হাজির ছিলনা)এর করনীয় কী? বা নামাজ আবার নতুন করে পরতে হবে কী?
একটু বিস্তারিত বললে উপকৃত হতাম। আর, ভাই দয়া করে দলিল সহ এবং আরবির বাংলা তরজমা করে দিলে বুঝতে সহজ হতো।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৭ জানুয়ারী, ২০২১
কেরাণীগঞ্জ