আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭৯৩৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, السلام عليكم ورحمه الله বিতেরের নামজে যদি কোনো ওয়াজিব ছুটিয়া যায় সাহু সিজদা দিতে মনে নাই অন‍্য নামাজ পড়ার পরে মনে হয় তাহলে কি নামজ হবে না কাযা করতে হবে।

১১ আগস্ট, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


وعليكم السلام ورحمة الله

সাহু সিজদা ওয়াজিব হয়ে থাকলে সাহু সিজদা ছাড়া নামায আদায় হবে না।
সাহু সিজদা করে থাকলে উক্ত নামায আদায় হয়ে গেছে। আর সাহু সিজদা না করে থাকলে ঐ নামায পুনরায় পড়ে নিতে হবে।
তাই এই বিতর নামায পরে কাযা আদায় করে নিবেন ইনশাআল্লাহ।

বাদায়েউস সানায়ে ১/৪১৩; ফাতাওয়া খানিয়া ১/১২১; তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৩; শরহুল মুনয়া, পৃ. ৪৬০; রদ্দুল মুহতার ২/৯; আলবাহরুর রায়েক ২/৯৬

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন