আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭৭৫৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজে সুহ সিজদা দিতে ভুলেগেলে স্বরণ হলে কি করতে হবে?

৩ আগস্ট, ২০২১
সীতাকুন্ড

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




যদি দুই দিকে সালাম ফিরানোর পরে সাহু সেজদার কথা স্মরণ হয় এবং এর মাঝে নামাজ পরিপন্থী কোন কাজ না করে থাকে তাহলে সঙ্গে সঙ্গে সিজদা সাহু দিয়ে নিবে।

হাদিস শরিফে এসেছে,

عن علقمة: أن عبد الله سجد سجدتي السهو بعد السلام، وذكر أن النبي ﷺ فعله

আলকামা থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. সাহু সিজদা সালামের পরে করেছেন এবং উল্লেখ করেছেন, নবী ﷺ এরূপ করেছেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৪৪৭৫)

আর যদি উল্লেখযোগ্য সময় অতিবাহিত হয় এবং নামাজ পরিপন্থী কোন কাজ করে থাকে তাহলে নামায দোহরিয়ে / পুনরায় পড়তে হবে।
সময় শেষ হয়ে গেলে দোহরিয়ে পড়তে হয় না এমন একটি মত রয়েছে। তবে রাজেহ তথা প্রাধান্য পাওয়া বক্তব্য হল, দোহরিয়ে পড়তে হবে। ওয়াক্ত থাকুক বা না থাকুক। সতর্কতা এর মাঝেই।

وقد علمت ايضا ترجيح القول بالوجوب فيكون المرجح وجوب الإعادة فى الوقت وبعده (رد المحتار-3/532

والله اعلم بالصواب

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন