আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৯৯৪৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ আমার কয়েকটা প্রশ্ন আছে। ১ঃ আমার সামনে বিবাহ,আমার কাছে যে নগদ অর্থ ছিলো সেটা খরচ হয়ে গেছে, সামনে আরও খরচ আছে, কুরবানি দেওয়ার মতো নগদ অর্থ থাকবে না। কিন্তু ডিপিএসে ৫০ হাজারের উপরে অর্থ আছে সেটা তো ভাঙতে পারছি না, এখন যদি আমি কুরবানি না দেই তাহলে আমার গুনাহ হবে কী?
২ঃ আমি যদি মোহরানা শোদ না করতে পারি তাহলে কি স্ত্রী কে স্পর্শ করা যাবে না? আর স্ত্রী যদি বলে মোহরানা মাফ করবে না তখন আমার কি করনীয়?
৩ঃআমি নতুন বিবাহ করবো ইনশাআল্লাহ। এখন জানার বিষয় হলো, আমার স্ত্রী প্রতি আমার কী কী হক বা দায়িত্ব আছে, আর স্ত্রী উপরে স্বামীর প্রতি কী কী হক বা দায়িত্ব আছে?
৪ঃ সহবাস করার নিয়ম এবং ফরজ গোসলের নিয়ম কী?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৩ জুলাই, ২০২২
ঢাকা
#১৪৭৩৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি সাভার থেকে পারভেজ বলছি।আমি ছোট একটা দোকানে চাকরি করি। আমরা আমার পরিবার নানাভাবে ঋনগ্রস্থ ছিলাম যা প্রায়ই কাটিয়ে ওঠি। সে মতে আমার পরিবার গত কোরবানির পর থেকে ১রুমের ভাড়া জমিয়ে কোরবানি দেয়ার ইচ্ছাপোষণ করি। তাতে কিছু টাকাও জমা হয়। কিন্তু বাড়ির নির্মাণ কাজে আবার কিছু টাকা ঋন করতে বাধ্য হই এবং সেই জমানো টাকা টাও খরচ করে ফেলি।
আমার প্রশ্ন হচ্ছে, ওই যে নিয়্যাতের টাকা খরচ করে ফেলার দরুন আমার আর কি করনিয় আছে.? আর তাছাড়া আমরা এখন ঋনগ্রস্থ, সেক্ষেত্রে কোরবানি আমাদের জন্য কি ফরজ হবে.?
আশা করি বুঝাতে পেরেছি। যথাযথ উত্তরের আশাবাদী। ধন্যবাদ।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৪ মার্চ, ২০২২
ঢাকা
#১০৩৪৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার দশ ভরি স্বর্ণের গহনা আছে কিন্তু এগুলো শাশুড়ির হাতে আমি গহনা পরিনা।আমার কুরবানী ওয়াজিব হয়েছে ঠিক কিন্তু আমি একজন গৃহীনি কোন টাকা উপার্জন করি না।তাই আমার স্বামীকে বলেছি আমার কুরবানী দিয়ে দিতে কিন্তু সে রাজি হয় না তারপর বলেছি আমার গহনা গুলো দেন আমি বিক্রী করে কুরবানী দিব তাও রাজি হয় না আমার সাথে রাগারাগি করে।আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কুরবানী দিতে পরিনি স্বামীর জন্য এতে কি আমার পাপ হবে। আমার স্বামী জমির ব্যবসা করে ।জমি কিনলে সেই জমির যাকাত কিভাবে দিবে? কারণ জমি বিক্রি না করার পর্যন্ত তো জানা যায় না সেই জমি কত টাকা হবে।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২২ নভেম্বর, ২০২১
রুপগঞ্জ
#৮১৭৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যিনি উত্তর দিবেন আমার কথা গুলো ভাল ভাবে খেয়াল করবেন
প্রশ্ন -হাদিসে আছে যে কোরবানীর গোশত তিন ভাগে ভাগ করে এক ভাগ গরিবদের দেওয়া! এখন আমার কথা হচ্ছে আমাদের গ্রামের মানুষজনেরা আন্দাজ করে দিয়ে দেই যেমন ধরুন আমরা গোশত কাটি আর সকাল থেকেই গরিবরা আসতে থাকে আমরাও দিতে থাকি এভাবেই আমাদের এলাকার পাশের এলাকার সব গরিবরাই গোশত পায়! কিন্তু সমস্যা হচ্ছে বর্তমান আলেমরা বলতে থাকে মে আন্দাজ করে দেওয়া ঠিক না মেপে দেওয়া উত্তম এইজন্য এখন কিছু মানুষ সকালে বাড়ির গেইট বন্ধ করে দেই গরিবরা এসে খালি হাতে ফিরে যেতে হয় এখন কি গরিবদের এভাবে ফিরিয়ে দেওয়া কি ঠিক? আগে আমরা আন্দাজ করেই দিতাম ঠিকই কিন্তু আমরা এক তৃতীয়াংশ এর বেশি দিতাম কিন্তু আপনাদের বাড়াবাড়ির জন্য এখন গরিবরা কষ্ট পাচ্ছে! এই প্রসঙ্গে আপনি কোরআন হাদীস থেকে সমাধান দিন!!!!!
question and answer iconউত্তর দিয়েছেন: মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
২৩ আগস্ট, ২০২১
ব্রাহ্মণবাড়িয়া