আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০৮১৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার কাছে বিয়ের মোহরানা বাবদ এবং বাবার বাসার থেকে দেওয়া মোট‌৭ভরি গহনা আছে আমি জানি যে আমার জন্য যাকাত ওয়াজিব।আমার প্রশ্ন হচ্ছে আমার জন্য কি কোরবানি‌ এবং হজ্জ ও ওয়াজিব কিনা?আমার নিজের কোনো আয়ের উৎস নেই,নগদ জমানো কোনো টাকা নেই।যাকাতের টাকাটা টেনেটুনে দিতে পারি কিন্তু কোরবানি আর হজ্জ তো করার সামর্থ্য নেই। হাজবেন্ড কে বললে সে তেমন গুরুত্ব দেয় না,গহনা বিক্রি করতে ও নিষেধ করেছে।এই অবস্থায় আমার করনীয় কি? শরীয়তের আলোকে জানতে চাই।

২৯ নভেম্বর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





আপনার ওপর যাকাত এবং কুরবানী ওয়াজিব। এবং স্বর্ণের মূল্য এবং অন্যান্য সম্পত্তি মিলে যদি আপনি বাইতুল্লাহ শরীফে গিয়ে হজ করে আসতে পারেন তাহলে আপনার ওপর হজও ফরজ হবে।
যাকাত সম্পর্কে আরো জানত নিচের রেফারেন্স উত্তরটি দেখতে পারেন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন