আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#২০৪৩৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত আমরা ৫ ভাই, চার ভাই আয় উপার্জন করি এর মধ্যে একজন বেশি উপার্জন করে,এবং টাকা তার কাছেই থাকে ব্যবসার জন্য, আমাদের বাবা মা আছে তারা বাড়ীতেই থাকে, কিন্তু আমরা সবাই একসাথে বসবাস করি থাকা- খাওয়া সব।এবং আমরা জায়গা কিনলেও বাবা মার নামে ক্রয় করা হয়,পরবর্তীতে সমান ভাবে ভাগ বন্টন হবে। আলাদা আলাদা হিসাব করলে বেশি উপার্জন কারী ভাইয়ের উপর কোরবানি ওয়াজিব হয়, বাকিদের উপর না,কিন্তু উপার্জন কারী ভাই বলে এই টাকাতে সবার হক আছে যেহেতু আমরা এখনো ভিন্ন হইনি।এখন জানার বিষয় কার নামে কোরবানি দিব। জানালে উপকৃত হব।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৯ জুলাই, ২০২২
ভবানিপুর - জোড়পুল সড়ক