আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মা ও ছেলের কুরবানী একসঙ্গে দেওয়া যাবে কি?

প্রশ্নঃ ৩৪৭৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার এবং আমার আম্মু আমাদের ২ জনের উপরই কুরবানী ওয়াজীব। আমি টিউশন করি আর আমার আম্মু আরবি (কুরআন মাজিদ) পড়ায় বাসায় গিয়ে। আমাদের খাওয়া দাওয়া একসাথে হয়। মানে আমি যা income করি তা আম্মুর হাতে দেই আর আম্মু তা প্রয়োজনমতো বিভিন্ন খাতে ব্যয় করে। তো আমি একজায়গায় দেখলাম একজন আলেম বলেছেন যে যদি ২ ভাই একই হাঁড়িতে ভাত খায় তাহলে তারা ২ জন একসাথে টাকা একত্র করে একটা ছাগল কুরবানী দিতে পারবে। আমার প্রশ্ন হলো তাহলে আমি আর আম্মু কি একটা ছাগল একত্রে কুরবানি দিতে পারবো? আর পুরো টাকাই যদি আমি দেই (ছাগলের দাম যত হবে )আর নিয়ত থাকে অর্ধেক আমার আর অর্ধেক আম্মুর তাহলে কি ২ জনের কুরবানী সহি হবে? জাযাকাল্লাহ খইর।

১৩ জুন, ২০২৩
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আপনার ও আপনার মায়ের কুরবানী পৃথকভাবে হতে হবে। কেননা, একজনের কুরবানী করার দ্বারা আরেকজনের কুরবানী আদায় হয় না।
বিস্তারিত নিম্নের রেফারেন্স উত্তর থেকে জেনে নিন।

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন