আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৭০১৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম

প্রশ্ন ১***কুরবানির গোসতের কোন কোন অংশগুলো ভাগ করা জরুরি না? চর্বি, মাথা, মগজ, পায়া, ভুড়ি,, এগুলোও কি ৩ ভাগ করতে হবে??

প্রশ্ন ২* * গরীব দুস্থদের ভাগটা কি মসজিদে দেওয়া যাবে।? আমাদের এলাকায় মসজিদ থেকে মাংস বিলি করা হয়।

প্রশ্ন ৩** গরীব প্রতিবেশিদেরকে যে গোসত দেয়া হয় সেটা কোন ভাগ থেকে দিবো?? (৩ ভাগ=নিজের, আত্মীয়, গরীব-দুস্থ)।

প্রশ্ন ৪*** আত্মীয়দের ভাগটা নিয়ে করণিয় কি?? এটা নিজের কাছেই রাখা হয় আত্মীয়দের দাওয়াত খাওয়ানোর জন্য। সেই ক্ষেত্রে তো অই ভাগে সব গোসত আত্মীয়রা খায়না। নিজেদেরও খাওয়া হয়। এইক্ষেত্রে কি করা উচিত?

প্রশ্ন ৫*** মাঝে মধ্যে বিতর নামায ১ রাকাত নিয়ত করি। কিন্তু দেখা যায় দোয়া কুনুত না পড়েই সেজদায় চলে যাই। সেইক্ষেত্রে করণীয় কি? অই নামাযের ৩ রাকাত পড়বো নাকি নতুন করে শুরু করবো।??

দয়া করে আমাকে উপরোক্ত বিষয়গুলোতে পরিষ্কার করবেন। ধন্যবাদ
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৫ জুলাই, ২০২১
৪৬XW+C৫২