আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

কুরবানীর পশুতে ছেলের আকিকায় কি দুই ভাগ রাখতে হবে?

প্রশ্নঃ ৭১৫২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোরবানির গরুর মধ্যে ছেলের আকিকার নাম দেয়া যায় এবং সে গোস্তো গুলো কাকে বিলাবো?

২৩ জুন, ২০২৪
ঢাকা ১২১৯

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


কোরবানির গরুর মধ্যে ছেলের আকিকা বাবদ দু ভাগ দিবেন (এক ভাগ দিলেও আকীকা হয়ে যাবে) এবং সে
গোশত পিতা-মাতা ও অন্যান্য আত্মীয়স্বজন ধনী-গরীব নির্বিশেষে সকলেই খেতে পারবে।
হযরত আয়েশা রা. বলেন, (আকীকার গোশত) নিজে খাবে, অন্যদের খাওয়াবে এবং সদকা করবে।
(অন্যান্য সূত্র- মুসতাদরাকে হাকেম ৫/৩৩৮; আলমুগনী ১৩/৩৯৩, ৩৯৭, ৪০০; মুসান্নাফ ইবনে আবী শাইবা ১২/৩২৭, হাদীস : ২৪৭৪৩, ২৪৭৩৭; মুসান্নাফ আবদুর রাযযাক ৪/৩২৯, ৩৩০, ৩৩১; তুহফাতুল মাওদূদ বি আহকামিল মাওলূদ ৭৮)

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন