আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭১৫৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কুরবানির উদ্দেশ্যে পশু কিনে তা জবাই না করে দুস্থ অসহায় পরিবারকে লালন পালন করে জীবিকা নির্বাহের জন্য দিয়ে দিলে কি কুরবানির উদ্দেশ্যে হাসিল হবে?

১০ জুলাই, ২০২১
৮W৬৪+২৫৪ এমডি শামিমপাটোয়ারি বাড়িয়ে

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته



আপনার তীব্র পিপাসা হয়েছে। পানি পান না করে মাথায় পানি ঢাললেন। এখানে যা হবে, কুরবানী জায়গায় কুরবানী না করে পশু দান করলে তার ব্যাতিক্রম কিছু হবে না।
কুরবানী করা আল্লাহ তা'আলার দেয়া সুনির্দিষ্ট বিধান। যার জন্য সুনির্দিষ্ট পদ্ধতি ও পন্থা রয়েছে। প্রতিটি ইবাদত তার সুনির্ধারিত পন্থা অনুযায়ী করলেই সেটি ইবাদত হয়। নিজের খেয়াল-খুশি মতো করলে তা ইবাদত হওয়া তো দূরের কথা বরং গুনাহ হবে।

গরিব মিসকিনকে দান করা বড়ই সওয়াবের বিষয়। সেটি আপনার প্রতিদিনের খাবার থেকে কিছু অংশ বাঁচিয়ে, আবশ্যিক প্রয়োজন থেকে খরচ বাঁচিয়ে রেখে ঐ অংশটুকু দান করে দিন। বহু সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ।
কুরবানীর দিনে যথাযথভাবে কুরবানী করুন। গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে কারো প্রতারণার শিকার হবেন না।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন