প্রশ্নঃ ১৯৯৪৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ আমার কয়েকটা প্রশ্ন আছে। ১ঃ আমার সামনে বিবাহ,আমার কাছে যে নগদ অর্থ ছিলো সেটা খরচ হয়ে গেছে, সামনে আরও খরচ আছে, কুরবানি দেওয়ার মতো নগদ অর্থ থাকবে না। কিন্তু ডিপিএসে ৫০ হাজারের উপরে অর্থ আছে সেটা তো ভাঙতে পারছি না, এখন যদি আমি কুরবানি না দেই তাহলে আমার গুনাহ হবে কী?২ঃ আমি যদি মোহরানা শোদ না করতে পারি তাহলে কি স্ত্রী কে স্পর্শ করা যাবে না? আর স্ত্রী যদি বলে মোহরানা মাফ করবে না তখন আমার কি করনীয়?৩ঃআমি নতুন বিবাহ করবো ইনশাআল্লাহ। এখন জানার বিষয় হলো, আমার স্ত্রী প্রতি আমার কী কী হক বা দায়িত্ব আছে, আর স্ত্রী উপরে স্বামীর প্রতি কী কী হক বা দায়িত্ব আছে? ৪ঃ সহবাস করার নিয়ম এবং ফরজ গোসলের নিয়ম কী?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
একবারের প্রশ্নে একটি প্রশ্ন করা যাবে।
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ওপর কুরবানী ওয়াজিব। বিস্তারিত জানতে দয়া করে নিচের রেফারেন্স উত্তরটি দেখুন।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন