আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বলদ গরু ও খাসি ছাগল দিয়ে কোরবানি করা জায়েজ?

প্রশ্নঃ ১২১৫৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হলো খাসী বা বলদ গরু দিয়ে কুরবানি করা জায়েজ কি না? কেননা কুরবানি করতে হয় নিখুত পশু দিয়ে। কিন্তু খাসী বা বলদ কাটাছিড়া করে করতে হয়। যেহেতু এটি একটি বড় ধরনের খুঁত তাই আমার প্রশ্ন হলো এর দ্বারা কুরবানি হবে কি না? দলিলসহ উত্তর দিলে বাধিত হবো। ধন্যবাদ।

১৯ ডিসেম্বর, ২০২৩
শ্রীমঙ্গল

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


বলদ গরু ও খাসি ছাগল দিয়ে কোরবানি করা যায়। গরুর ক্ষেত্রে দুই বছর ও ছাগলের ক্ষেত্রে এক বছর বয়স হওয়া জরুরি। বয়স জানা না থাকলে ধারণা অনুযায়ী দুই বছর বা এক বছর বলে মনে হলেও দেওয়া যাবে। খাঁসি বা বলদের শারীরিক যে পরিবর্তন করা হয়, কোরবানির ক্ষেত্রে তা কোনো বাধা নয়। একে শরীয়ত অঙ্গহানি বলে বিবেচনা করে না। কারণ এটি পশুর শরীরিক উন্নয়নের একটি প্রক্রিয়া মাত্র। কোরবানি শুদ্ধ না হওয়ার কোনো কারণ নয়।

খাসি করা পশু দিয়ে কুরবানী করা শুধু জায়েজই নয়, বরং উত্তমও বটে।
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: ذَبَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الذَّبْحِ كَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ مُوجَأَيْنِ،
হযরত জাবির বিন আব্দুল্লাহ রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাঃ কুরবানীর দিন দু’টি শিংওয়ালা, সাদা কালো রংওয়ালা খাসি করা বকরী জবাই করেন। {সুনানে আবু দাউদ, হাদীস নং-২৭৯৫}
ويضحى بالجماء والخصى، (الدر المختار مع رد المحتار-9/167)
ويضحى بالجماء والخصى، وعن أبى حنيفية رح هو أولى: لأن لحمه أطيب، (البحر الرائق-8/323، 8/176

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন