আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#২০৮৮৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,
আমার প্রশ্ন ১:
আমার বয়স ১৩.৫ বছর। আমি ক্লাস ৭ এ পড়ি। এখন আমার কোরআন হিফয করার ইচ্ছা জাগে। আমি এটি স্কুল পড়ার সাথে ঘরে বসে করতে চাই। এখন আমি কি এই বয়সে এবং স্কুল পড়ে নিজে নিজে বাসায় বসে হিফয করতে পারব?
আমার প্রশ্ন ২:
আমি হিফয করার সময় (উদাহরণস্বরূপ) ২০পারা মুখস্থ করার পর যদি আমার মুখস্থশক্তি হারিয়ে ফেলি এবং যেগুলো মুখস্থ করেছি সেগুলো যদি ভুলে যাই তাহলে কি কেয়ামতে আমার কোনো শাস্তি আছে? আমি একটি হাদিস শুনেছি,যে ব্যক্তি কোরআন ভুলে যায় তার শাস্তি অনেক কঠিন।
দয়া করে তাড়াতাড়ি জানাবেন ইনশাআল্লাহ।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী সিরাজুল ইসলাম
২৬ জুলাই, ২০২২
ঢাকা