আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২০৮৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি যদি দুই ঠোঁট বন্ধ করে শুধু জিহবা নাড়িয়ে জিকির করি তাহলে কি আমি সমান সওয়াব পাবো দয়া করে জানাবেন)الله اكبر،الحمد لله),ইত্যাদি

৩ আগস্ট, ২০২২
Chattogram

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





জি ইনশাআল্লাহ। উচ্চারণ ঠোঁট না নেড়ে মনে মনে জিকির করলেও জিকিরের সাওয়াব পাওয়া যাবে। আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
وَاذْكُر رَّبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُن مِّنَ الْغَافِلِينَ
এবং সকালে ও সন্ধ্যায় নিজ প্রতিপালককে স্মরণ কর বিনয় ও ভীতির সাথে, মনে মনে এবং অনুচ্চস্বরে মুখেও। যারা গাফলতিতে নিমজ্জিত, তাদের অন্তর্ভুক্ত হয়ো না। সুরা আরাফ-205

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর