আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

নবীদের ন্যায় ওয়ারাসতুল আম্বিয়াদেরও কি মুজিজা আছে?

প্রশ্নঃ ১০১৬৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক মওজেজা ছিলো আমরা তা জানি আলহামদুলিল্লাহ, আমার প্রশ্ন আল্লাহ্ কি নবীদের ওয়ারিস যারা তাদের ও কি মওজেজা দিয়েছে? অনেক সময় শুনি একজন হুজুর রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে আফ্রিকা মহাদেশে চলে যেতো হেঁটে হেঁটে আল্লাহ্ পানির মাজখানে রাস্তা করে দেয় যেনো আল্লাহর এই অলি যেতে পারি আমি বিশ্বাস করি মাটি পানি আল্লাহর নির্দেশ শুনে কিনতু নবী ছাড়া কি আল্লাহ্ মানুষ কে দিয়ে এই সব করবে আবার অনেকে সময় শুনা যায় এই রকম একজন অলি ১২ বছর একটা গুহায় ছিলো তারপর তার সাথে অলৌকিক ঘটনা ঘটে,, আল্লাহ্ ভালো জানে কি ঘটনা ঘটেছে কি না এই সম্পর্কে আমার ইলম নাই কিনতু আমার প্রশ্ন আল্লাহ্ দ্বীন ইসলাম কে পরিপূর্ণ করেছে,, আমার কথা সাহাবী খোলাফা রাশেদীনে সাহাবী তাবেঈ এবং তাবে-তাবেঈন তারা কি মসজিদ জামাত ছেড়ে ধেন করেছে বা এই রকম ধেণ ইসলাম কি সমর্থন করে? প্রশ্ন বেশি হয়ে যাওয়ার জন্য আমি দুঃখিত,, আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি তাই আত্মশুদ্ধির জন্য এই প্রশ্ন গুলো করে ফেললাম। আল্লাহ্ আপনার দুনিয়া এবং আখেরাতে আপনার সম্মান বৃদ্ধি করুক আপনার নেক আশা পূরণ করুক আমিন,,, জাজাকাল্লাহ আসসালামু আলাইকুম

৫ জুলাই, ২০২৪
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আল্লাহর ওলীদের কারামত সত্য, তাদের দ্বারা আল্লাহ তাআলা মাঝে মাঝে এমন কাজ প্রকাশ ঘটিয়েছেন যা সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয় যেমনঃ আপনি প্রশ্নে উল্লেখ করেছেন, এছাড়াও আরও এমন অনেক ঘটনা রয়েছে যা জনসাধারণের জন্য সম্ভব নয় কিন্তু আল্লাহ তাআলার প্রিয় বান্দা যাকে আমরা অলি বলে জানি তার দ্বারা এগুলো সম্ভব হয়ে থাকে! তবে কারো থেকে এইরকম অলৌকিক বা অস্বাভাবিক কিছু বিষয় প্রকাশ পেলেই যে সে আল্লাহর ওলী হয়ে যাবে তা কিন্তু জরুরী নয় বরং স্বাভাবিক মানুষ পারেনা এই রকম অনেক অলৌকিক বিষয় যেমনিভাবে অলিদের দ্বারা সংঘটিত হতে পারে যেমন -পানির উপর হেটে যাওয়া , বাতাসে উড়ে বেড়ানো, ঠিক তেমনি ভাবে এগুলো জাদুকর কোন ব্যক্তির মাধ্যমে হতে পারে! তাই কোন ব্যক্তি থেকে কোন অলৌকিক বিষয় প্রকাশ পেলে যে সে আল্লাহর ওলী হয়ে যাবে তা জরুরি নয় বরং আল্লাহর ওলী হওয়ার জন্য শর্ত হলো- তার প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি কথাবার্তা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসারে হতে হবে, সুন্নতের বাইরে গিয়ে অথবা শরীয়তের খেলাফ কোন কাজ করে কোন ব্যক্তি কখনো আল্লাহর ওলী বা বুজুর্গ ব্যক্তি হতে পারে না, বরং শরীয়তের খেলাফ কোন কাজ করার পর কোন ব্যক্তি থেকে যদি এইরকম কোন অলৌকিক বিষয় প্রকাশ পায় তাহলে এক্ষেত্রে এই সম্ভাবনাও থাকে যে উক্ত ব্যক্তির এটা কারামাত নয় বরং অন্য কিছুর সম্ভাবনা রয়েছে! তাই এক্ষেত্রে বিভ্রান্তির কিছু নেই, শরীয়তের খেলাফ যে ব্যক্তি চলবে তার থেকে যত বড়ই কারামত প্রকাশ পাক না কেন সে আমাদের জন্য অনুসরণীয় এবং মর্যাদা পাওয়ার যোগ্য নয়! অপরদিকে সুন্নতের অনুসরণ করে যে ব্যক্তি চলবে তার থেকে কোন কারামত বা অলৌকিক বিষয় প্রকাশ না না পেলেও সে আমাদের জন্য আদর্শ , তাকে অনুসরণ করতে হবে! বিভিন্ন কিতাবাদিতে এরকম হাজারো সত্য-মিথ্যা অনেক ঘটনা রয়েছে তাই আমাদের জন্য জরুরি হলো- কোরআন হাদিস এবং সুন্নতের অনুসারী ওলামা একরামের কথা অনুযায়ী আমল করা ! আল্লাহ তা'আলা আমাদের সবাইকে দ্বীন সঠিক ভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন!( আমিন)

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর