আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২১৪৪৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাটির ঘরের মেজেতে অনেক সময় বাচ্ছারা পেসাব জায়গায় করে।পেশাব শুকিয়ে যাওয়ার পর সেইকি নামাজ পড়া যাবে? এবং সেই মাটি দিয়ে তায়াম্মুম করা কি সহিহ হবে?

১২ আগস্ট, ২০২২
সাভার ইউনিয়ন ১৩৪০

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




মাটি প্রভৃতি পাক করার নিয়ম
► মাটি নাপাক হলে—অল্প কিংবা তরল মলমূত্র দ্বারা হোক অথবা ঘন গাঢ় মলমূত্র দ্বারা, উভয় অবস্থায়ই শুকিয়ে গেলে তা পবিত্র হয়ে যাবে। এবং তাতে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু এমন মাটিতে তায়াম্মুম করা যাবে না।

► নাপাক মাটি শুকানোর আগে তাতে ভালো করে পানি ঢেলে দিতে হবে, যেন পানি বয়ে যায়। অথবা পানি ঢেলে দিয়ে তা কোনো কাপড় বা অন্য কিছু দিয়ে চুষিয়ে নিতে হবে যেন মলমূত্রের কোনো চিহ্ন বা গন্ধ না থাকে। এতেও মাটি পবিত্র হয়ে যাবে। এভাবে তিনবার মাটি পবিত্র করতে হবে।

► মাটি থেকে উদ্গত ঘাস, শস্য, গাছের চারা নাপাক হওয়ার পর শুকিয়ে গেলে পাক হয়ে যায়।

► মাটিতে যেসব জিনিস সুদৃঢ় হয়ে থাকে, যেমন—দেয়াল, স্তম্ভ, বেড়া, চৌকাঠ প্রভৃতি—এসব শুকিয়ে গেলে পাক হয়ে যায়।

► নাপাক মাটি ওলটপালট করে দিলেও তা পাক হয়ে যায়।

► চুলা যদি মল দ্বারা নাপাক হয়ে যায়, তাহলে আগুন জ্বালিয়ে ময়লার চিহ্ন মিটিয়ে দিলে পাক হয়ে যায়।

► নাপাক জমিনের ওপর মাটি ঢেলে দিয়ে মল এভাবে ঢেকে দিতে হবে যেন মলের গন্ধ না আসে, তাহলে তা পাক হয়ে যায়। অবশ্য তাতে তায়াম্মুম করা যাবে না।

► নাপাক মাটি থেকে তৈরি পাত্র যতক্ষণ কাঁচা থাকে, ততক্ষণ নাপাক। তা শুকিয়ে পাকা হয়ে গেলে পবিত্র হয়ে যায়

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর