আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

শিশুদের প্রহার নীতি

প্রশ্নঃ ২১৬৮৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের গুরুজন রা যে আমাদের ছোটবেলায় মারে আবার বকা দে এই মারামারি তো ইসলাম এ জায়েজ নেই তাহলে আমাদের ছোটবেলায় যে মারে এটা কী তাদের গুনাহ হবে না? সঠিক ব্যাখ্যা ও রেফারেন্স সহ বুঝিয়ে দিবেন প্লিজ ।

১৯ জুন, ২০২৪
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নাকারী!
মৌলিকভাবে ইসলাম কাউকেই প্রহার করতে অনুমোদন করে না। এমনকি সে যদি শিশুও হয়। তবে শিশুদের তালিম তারবিয়াতের ক্ষেত্রে কিছুটা অবকাশ আছে। রাসূলুল্লাহ সা. এর বিভিন্ন হাদিসের মাধ্যমে তার প্রমাণ পাওয়া যায়। তবে সেটার পরিমাণও বলে দেওয়া হয়েছে। এর রেওয়ায়েতে পাওয়া যায় রাসূলুল্লা সা. সর্বোচ্চ তিনবার প্রহার করার অনুমতি দিয়েছেন। إياك أن تضرب فوق الثلاث؛ فإنك إن ضربت فوق ثلاث اقتص الله منك । তাছাড়া প্রহারের ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য শর্ত হলো প্রহার হতে হবে চেহারার বাইরে। এবং তা এতটুকু জোরে হতে পারবে না যার কারণে শরীরে দাগ পড়ে যায়। আমাদের সমাজে পিতামাতা কিংবা শিক্ষকদের দ্বারা মাঝে মধ্যে যেগুলো ঘটে সেগুলো নিঃসন্দেহে বাড়াবাড়ী। এবং শরিয়তের মানদন্ডের প্রতি লক্ষ্য না রাখার ফলেই এমনটি হয়ে থাকে ।আল্লাহ তায়ালা আমাদের হেফাজত ও হেদায়াত দিন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন