আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

কুরআন মজিদের জন্য গিলাফের ব্যবস্থা করা

প্রশ্নঃ ২৪০৬১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেক মসজিদে, মাদ্রাসায় বাসা বাড়িতে দেখা যায় কোরআন শরীফ নিচু জায়গায় রাখা হয়, এবং কোরআনের যে গিলাফ বা আঞ্চলিক ভাষায় বস্তনি বলে তা থাকে না। কোরআনের গিলাফ না থাকলে আমার করণীয় কী? এ সম্পর্কিত হাদিস জানতে চাই৷ বাংলাদেশের অধিকাংশ জায়গায় কোরআনের গিলাফ নাই। বর্তমানে কেউ তা ব্যবহার করে না। আমি আমার এলাকার সকল কোরআন শরীফের গিলাফ বানিয়ে দিতে চাই। তাই এ সম্পর্কিত হাদিস জানা আমার জন্য জরুরি।

৩০ অক্টোবর, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


এক. প্রিয় প্রশ্নকারী ভাই, এমন সুন্দর ও পবিত্র চিন্তার জন্য প্রথমেই আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করেন।
প্রিয় প্রশ্নকারী ভাই, সকল আলেম একমত যে, কুরআন মজিদের সম্মান রক্ষা করা ওয়াজিব। আর এজন্যই তা নিয়ে শত্রুদের এলাকায় যেতে হাদিস শরিফে নিষেধ করা হয়েছে। আবদুল্লাহ্ ইবনু উমর রাযি. হতে বর্ণিত, তিনি বলেন,
أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ نَهَى أَنْ يُسَافَرَ بِالْقُرْآنِ إِلَى أَرْضِ الْعَدُوِّ
আল্লাহর রাসূল ﷺ কুরআন সঙ্গে নিয়ে শত্রু-দেশে সফর করতে নিষেধ করেছেন। (বুখারী ২৯৯০)
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমরা অনেক সময় এই মহান কিতাবের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
দুই. কুরআন মজিদ নীচু স্থানে রাখা কিংবা ধূলা-বালি পড়া থেকে তাকে রক্ষা না করে অযত্নে রেখে দেওয়া নিশ্চয় এটাও কুরআন মজিদের প্রতি এক প্রকার অবহেলা ও অসম্মান প্রদর্শন। কেননা, আল্লাহ তাআলা বলেন,
مَّرْفُوعَةٍۢ مُّطَهَّرَةٍۭ
কুরআন সমুন্নত, পবিত্র (সূরা আবাসা ১৪)
সুতরাং যে ব্যক্তি কুরআনের এই অবহেলা ও অযত্ন দেখে ব্যথিত হবে এবং এর প্রতিকার হিসেবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে নিশ্চয় এটা তার তাকওয়ারই পরিচায়ক হবে। কেননা, আল্লাহ তাআলা বলেন,
وَمَنۡ یُّعَظِّمۡ شَعَآئِرَ اللّٰہِ فَاِنَّہَا مِنۡ تَقۡوَی الۡقُلُوۡبِ
কেউ আল্লাহর নামযুক্ত বস্তুসমুহের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তো তার হৃদয়ের তাক্ওয়া-সঞ্জাত। (সূরা হাজ্জ ৩২
)
আর তাই এই মহৎ উদ্যোগের জন্য নিশ্চয় সে আল্লাহ তাআলার কাছেও সম্মানিত হবে। কেননা, রাসুলুল্লাহ ﷺ বলেন,
إِن الله يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ آخَرِينَ
আল্লাহ তা’আলা এ কিতাব কুরআনের মাধ্যমে কোন কোন জাতিকে সম্মানিত করেন। আবার অন্যদেরকে করেন অবনত। (সহীহ মুসলিম ৮১৭)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন