আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

পায়ে ধরে সালাম দেওয়ার হুকুম

প্রশ্নঃ ২৬০৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পায়ে ধরে সালাম দেওয়া জায়েজ নয় কেন?

৪ ডিসেম্বর, ২০২২
বিষ্ণুপুর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


পায়ে ধরে সালাম দেওয়া জায়েজ নয়। কেননা, ইসলামে পা ধরে বা অন্য কোনো উপায়ে সালাম দেওয়ার কোনো বিধান নেই। পা ধরে সালাম দেওয়া ইসলামি পদ্ধতি নয়। ইসলাম এই সালাম আমাদের শিক্ষা দেয় নি। এটা স্বামী, শ্বশুর, শাশুড়ি কিংবা বাবা-মা কারো জন্যই জায়েজ নেই। সবাইকে মুখেই সালাম দেওয়ার নিয়ম ইসলাম জায়েয করেছে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
السَّلَامُ قَبْلَ الْكَلَامِ
সবধরণের কথার আগে সালামের ব্যবহার হবে। (তিরমিযি ২৬৯৯)
অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
لا تأذنوا لمن لا يبدأ بالسلام
যে ব্যক্তি সালাম দিয়ে কথা শুরু করে না, তোমরা তাকে কথা বলার অনুমতি দিয়ো না। (মুসনাদ আবু ইয়া’লা ১৮০৯)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১৭১৮২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
জনাব যদি এখানে ২ ব্যাক্তি একত্রিত হয়েছে এবং তারা একে অপরকে সালাম দিচ্ছে মূলত তাদের ২ জনের
মধ্যে আমি হলাম ওপর কেউ, এখন আমার প্রশ্ন হলো তারা যে একে অপরকে সালাম দিল সেই সালামের জবাব কী আমাকে দেওয়া লাগবে?
যেমন আমি ক্লাসে যাওয়ার পর স্যার যখন ক্লাসে আসেন তখন সবাই সালাম দেয় স্যার কে, এখন আমাকে কী ঐ সালামের ও জবাব দেওয়া লাগবে যা ওরা সবাইমিলে স্যার কে দিয়েছে, যেমন আমার আব্বু কল দিছেন আম্মু কল রিসিব করে সালাম দিছেন পাশে আমি ছিলাম এতে এর জবাব দেওয়া আমার ওপর ওয়াজিব হবে


২শায়খ যদি রোজা অবস্থায় হাতের তালুর একটা অংশ আমার জিহবার আগাতে একটু লাগে এবং তা একটু লবনাক্ত হয়, হাত ঘামার কারনে, আর আমি যদি তখন থুথু না ফেলে থুথু খেয়ে ফেলি তখন আমার রোজার কোনো ক্ষতি হবে কী,

রমজানে রমজান সম্পর্কীত প্রশ্ন করার কথা কিন্তু শায়খ ১ ম প্রশ্নটির জন্য আমি শান্তি তে থাকতে পারছিনা, দয়া করে আমার ২ টি প্রশ্নের উত্তর দিয়ে, আমাকে মুক্তি করবেন,
জাযাকাল্লাহ খাইরান
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২০ এপ্রিল, ২০২২
WW৩৯+MJW
#৮৩২১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু । একজন ব্যাক্তি আমার বন্ধু হওয়ার চেষ্টা করে , কিন্তু আমার তার সাথে বন্ধুত্ব করার তেমন কোনো ইচ্ছা নেই , মাঝে মাঝে আমি তার সাথে কথা বলা বন্ধ করে দেই , এখন সে বলে ৩ দিনের বেশি কোনো মুসলিমের সাথে কথা না বললে নাকি গুনাহ হয় , এখন প্রশ্ন হলো আমার তাকে ভালো লাগেনা , তাই আমি কি তার সাথে কথা বলিনা , এখন এটা যদি গুনাহ হয় , তাহলে আমার কি কোন ইচ্ছা নেই তার সাথে কথা না বলে থাকার? আর যদি সত্যিই গুনাহ হয় তবে কিভাবে তাকে এড়িয়ে চলবো?
জাজাকাল্লাহু খাইরান
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
২৫ আগস্ট, ২০২১
ঢাকা