প্রশ্নঃ ১৭১৮২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনাব যদি এখানে ২ ব্যাক্তি একত্রিত হয়েছে এবং তারা একে অপরকে সালাম দিচ্ছে মূলত তাদের ২ জনের মধ্যে আমি হলাম ওপর কেউ, এখন আমার প্রশ্ন হলো তারা যে একে অপরকে সালাম দিল সেই সালামের জবাব কী আমাকে দেওয়া লাগবে? যেমন আমি ক্লাসে যাওয়ার পর স্যার যখন ক্লাসে আসেন তখন সবাই সালাম দেয় স্যার কে, এখন আমাকে কী ঐ সালামের ও জবাব দেওয়া লাগবে যা ওরা সবাইমিলে স্যার কে দিয়েছে, যেমন আমার আব্বু কল দিছেন আম্মু কল রিসিব করে সালাম দিছেন পাশে আমি ছিলাম এতে এর জবাব দেওয়া আমার ওপর ওয়াজিব হবে ২শায়খ যদি রোজা অবস্থায় হাতের তালুর একটা অংশ আমার জিহবার আগাতে একটু লাগে এবং তা একটু লবনাক্ত হয়, হাত ঘামার কারনে, আর আমি যদি তখন থুথু না ফেলে থুথু খেয়ে ফেলি তখন আমার রোজার কোনো ক্ষতি হবে কী, রমজানে রমজান সম্পর্কীত প্রশ্ন করার কথা কিন্তু শায়খ ১ ম প্রশ্নটির জন্য আমি শান্তি তে থাকতে পারছিনা, দয়া করে আমার ২ টি প্রশ্নের উত্তর দিয়ে, আমাকে মুক্তি করবেন,জাযাকাল্লাহ খাইরান
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. প্রশ্নোক্ত সালামের জবাব দেওয়া আবশ্যক নয়। বরং যাকে উদ্দেশ্য করে সালাম দেওয়া হয়েছে উত্তর দেওয়া কেবল তার ওপরই আবশ্যক হবে। আশপাশ থেকে কেউ শোনলেও তার ওপর জবাব দেওয়া জরুরী নয়।
আর যদি দলবদ্ধ মানুষ কিংবা কোনো দলকে লক্ষ্য করে সালাম দেয়া হয় তাহলে তার উত্তর দোওয়া ওয়াজিবে কেফায়া। অর্থাৎ একজন উত্তর দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, তবে সবারই উত্তর দেওয়া উত্তম।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন