আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৩৯০১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আলাইকুম, হযরত কেমন আছেন?
১/ আমি বিয়ে করেছি ২মাস আগে, এখন কিছুটা সমস্যা থাকার কারনে অন্ততপক্ষে ২ বছরের মধ্যে আমি বাচ্চা নিতে পারবোনা, তারপর ইনশাআল্লাহ নিবো,
এমন অবস্থায় আমার স্ত্রী ঔষধ খেয়ে থাকে, এখন এটার বিষয় দয়া করে জানাবেন,
২/ পিরিয়ড অবস্থায় স্ত্রীর লজ্জাস্থান দেখা যাবে কিনা?
৩/ স্ত্রীর পিরিয়ড অবস্থায় আমার স্ত্রী অন্য কোন উপায় যদি আমার বীর্য বের দেয়, এ বিষয় জানাবেন,
৪/ আমার স্ত্রী জেনারেল শিক্ষিত, তার ক্লাসের একজন ঘনিষ্ঠ ফ্রেন্ড আছে যে হিন্দু, এখন আমার স্ত্রীর মধ্যে দ্বীনের অনেকটা বুঝ আসার কারনে আল্লাহর রহমতে আগের সব কিছু ছেড়ে আল্লাহর পথে অনেক ধাবিত হচ্ছে, কিন্তু কোন ভাবেই তার সেই হিন্দু ফ্রেন্ডকে ভুলতে পারছেনা, এখন কি করার?
যদিও আমি বলার কারনে কিছুটা পিছু হটছে কিন্তু আমি ভালো করে বুঝাতে পারছিনা,
৫/ আমরা একজন অন্যজন কে অনেক ভালোবাসি, তারপরও কম মনে হচ্ছে এটার মধ্যে আরো উন্নতি চাই এটাও জানাবেন,

অগ্রীম ধন্যবাদ 🙏
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৭ ডিসেম্বর, ২০২০
বরিশাল
#৩৬০৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আমার মা বাবার একটি ছেলে,,ও দুই বোন আছে,আমি আগে একটা বিবাহ করেছিলাম,,সেটা একটা এক্সিডেন্টে ছিলো, কিন্তু পরের বার আমাকে,, আমার মা বাবা,,দেখে শুনে আমাকে বিবাহ দেয়,4-5মাস যাওয়ার পরে,, আমার স্ত্রী কে আমার মা দেখতে পারে না,, আমাদের আলাদা করে দিলো,,আলাদা করার ভিতর ও ঝগড়া করতো তার কিছুদিন পরে আমাদের বাড়ি থেকে বাইর করে দিলো,1বসর পর আমার একটা ছেলে সন্তান হয়,,তাও কোনো খোঁজ নেয় না,,তবু্ও আমি তাদের যখন যা লাগে আমি যতটুকু পারি দিই,,সব সময় দুই মেয়েকে নিয়ে মেতে থাকে,,মেয়ে দুটোর বিয়ে হয়ে গিয়েছে,,,ছোটো মেয়ের বিয়ে দিয়েছে আমাকে একটুও বলেনি,এজন্য আমি আর কথা বলি না ,, তারা তো খোঁজ খবর মরে গেলেও নেই না,,, এতে কি আমার পাপ হবে,,,,এবং আমি কি করবো,,,তার পরও আমি আমার স্ত্রীকে সন্তান কে নিয়ে আমার মা বাবার কাছে চলে গিয়েছিলাম,, আবার ও বাইর করে দিয়েছে,,,আমার স্ত্রী কে একটুও দেখতে পারে না,, আমার মা বাবা,,
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১২ নভেম্বর, ২০২০
আলমডাঙ্গা
#৩৪৬৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বিয়ে হয়েছে ৫ বছর চলছে। আমার দেড় বছর বয়সী একটা ছেলে বাবু আছে। বিয়ের পর থেকেই আমার শাশুড়ী আমার উপর খুব জুলুম করছে। আমার সামীর সাথে আমার ভালো সম্পর্ক দেখতে পারে না। আমার পরিবারের সঙ্গে আমার স্বামীর ভালো সম্পর্ক দেখতে পারে না। আমার স্বামীর কাছে আমাকে আর আমার পরিবারকে শুধু খারাপ করার চেষ্টা করে। আমার স্বামী আমাকে কিছু দিতেও পারে না তার জন্য। দিলেও না জানিয়ে দেয়। আমাকে ঘুরতে নিলেও লুকিয়ে নেয়। আমার ছেলের জন্য কিছু কিনলে হিংসা করে। স্বামীর আয়ের উপর সে সব অধিকার খাটায়। সংসারের সব কিছুর উপর সে কর্তৃত খাটায়। আমার সামীর তার হাতে সব সময় টাকা দিয়ে তাকে ঠান্ডা রাখা লাগে। সংসারের সব কাজ আমি করি, এর পরও সারাদিন শুধু হুকুমের উপর রাখে। উঠতে বসতে শুধু দোষ খুঁজেতে থাকে। সে খুব লোভীও। আমার পরিবারের অবস্থা ভালো। তাই সে চায় আমার বাবার বাড়ির সব কিছু ভোগ করতে। আমার পরিবার থেকে অনেক অনেক সাহায্য করে। কিন্তু তার মন কোন ভাবেই ভরা যায় না। সে এতটা বেপরোয়া, সে কার কথা শুনে না। তার জন্য আমার সামীর সাথেও আমার সম্পর্ক ভালো না। আমি তার জালায় অতীষ্ট। আমি মানসিক ভাবে খুব ভেঙে পড়েছি। আমি তার সাথে থাকতে চাই না আর। তাই সামী আমাকে চলে যেতে বলেছে। আমি বাবার বাসায় চলে এসেছি। সামী আমার খবর নেয় না। আমার সামী একমাত্র ছেলে। ননাস আছে, সেও শাশুড়ীর মতো। শাশুড়ী চাইলে তার বাবার বাড়ি থাকতে পারে, তার মা ভাই বোন সবাই আছে। তার বাবার বাড়ির অবস্থা ভালো।কিন্তু সে আমার সুখের সংসার সহ্য করতে পারে না। সামী আমাকে ছাড়া থাকবে কিন্তু তাকে ছাড়া না।

১. আমি এখন কি করব? আমার ভুল/দোষ কোথায়?
২. স্বামী কি চাইলে মাকে অন্য জায়গায় রেখে সংসার করতে পারবে?
৩. স্বামীর উপর কি আমার কোন অধিকার হক কিছুই নেই? সব কি শুধু মার ই?
৪. এই পরিস্থিতিতে আমার স্বামীর করনীয় কী?
৫. আমি স্বামীকে খুব ভালবাসি, তার থেকে আলাদা হতে চাই না। কি করে সংসার টিকাব?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১ নভেম্বর, ২০২০
ঢাকা