আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৭৬৫০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।
আমি শারীরিক ভাবে কিছুটা আশুস্থ।পিঠে ব্যাথা। ভরী কাজ, ও বেশি কাজ করতে পারি না,হুটহাট করেই ব্যাথা হয় মাঝে মধ্যে,অনেক ডা. দেখিয়ে এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি। বিয়ে হয়েছে ২ বছর, শ্বশুর বাড়ির মানুষ আমাকে পচন্দ করে না ও মায়ের বাড়ি কেউ নেই আমাকে সাহায্য করার মত ( কাজে কর্মে সাহায্য) আর্থিক অবস্থা নিয়ে ও চিন্তিত, ডা. খরচ / খাবার খরচ /বাসা ভারা দিয়ে টাকা থাকে না,
এ অবস্থায় আমি বাচ্চা নিতে চাই আমার স্বামী চায় না, এই অবস্থায় বাচ্চা না নিলে, অথবা একেবারে বাচ্চা না নিলে কি গুনাহ হবে?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
২৯ জুলাই, ২০২১
ঘোপাল ইউনিয়ন
#৬৩৩৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসলামুআইলাইকুম,আমি নতুন বিবাহ করেছি ৬ মাস এখন সমস্যা হল আমার পরিবার আত্মীয় স্বজনরা বউ এর বাড়ি থেকে ফানিচার বিভিন্ন উপলকন যেমন ঈদের পোশাক ঈদ সামগ্রী ঈদের সালামি কম দিছে কেনো ঈদের পোশাক কেনো দিলো না তাদের মনের মত এগুলো নিয়ে পরিবারে অনেক অপমান অপদস্ত করছে আমার কাকা কাকি দাদা মা আরও অনেকে আনার জন্য বিভিন্ন সামগ্রী। আমি জানি এগুলো নেওয়া ঠিক না। তারপরও পরিবার ও আত্মীয়স্বজন এর কারনে খুশি হয়ে যা দিবে তা নিবো ।আমি চাইছি তারা তাদের মনের মত খুশি হয়ে যা ভালো লাগে তাদের জামাইকে দেক। জোর করে কিছু চেয়ে আনবো না। এখন আমার প্রশ্ন হলো খুশি হয়ে দিলে যেকোন জিনিসপত্র বা খাবার সামগ্রী শুশুর বাড়ি থেকে নেওয়া কি জায়েজ হবে?? আর নিলে কি আমি গুনাহগার হবে?? ধন্যবাদ প্রিয় মুহতামাম
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
২৮ মে, ২০২১
ঢাকা