আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১২৩৯৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আল্লাহ তায়ালা এই প্রতিষ্ঠানের পরিচালকগণের উত্তম জাযায়ে খায়ের দান করুন। সম্ভবত প্রায় এক দেড় বছর ধরে এটার দ্বারা আমি উপকৃত হচ্ছি আলহামদুলিল্লাহ।..

হযরত! একবার এক হাদিসে পড়েছিলাম, হাদিসের ভাষ্য অনেকটা এমন যে, একবার উম্মে সালামাহ রাঃ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করেছিলেন যে, কোনো নেককার মহিলা যদি দুনিয়াতে পরপর দুজন স্বামীকে বিবাহ করে এবং উভয় স্বামীই জান্নাতি হয় আর ঐ মহিলাও জান্নাতি হয়, তাহলে তাদের মধ্যে কোন ব্যক্তি জান্নাতে ঐ মহিলাকে পাবে.? উত্তরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, তাদের মধ্যে যে ব্যাক্তি অধিক উত্তম আখলাকের অধিকারী, সেই সে মহিলাকে পাবে! এরপর আরো কিছু কথা আছে কিন্তু মূল বক্তব্য এটাই। কিন্তু আজকে অথবা গতকাল এক জায়গায় দেখলাম যে এ ক্ষেত্রে নাকি সর্বশেষ স্বামীর সাথে জান্নাতে থাকবে। এজন্যই নাকি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার স্ত্রীগণকে অন্যত্র বিয়ের অনুমতি দেননি।
এখন আমার প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষদের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য.? উত্তম আখলাক্ব নাকি শেষ স্বামী..??
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৮ জানুয়ারী, ২০২২
Panchagarh
#১১৯৮৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আমার ইস্ত্রিকে বারবার নামাজ এর জন্য বলি কিন্তু সে আমার কথা শোনে না ঠিক মত। একদিন বললে ২-১ দিন নামাজ পড়ে কোনোরকম, পড়ে আবার নামাজ একদম ই পড়ে না। নামাজ এর জন্য ফজরের সময় ডাক দিলে সে আমার সাথে জিদ দেখায়। এছাড়া সে প্রতিনিয়তই আমার সাথে জিদ দেখায়, তার ভুল থাকা সত্ত্বেও সে উল্টো আমার উপর জিদ করে থাকে। সে ভুল করে কিন্তু দেখা যায় আমার ই তাকে ঠিক করতে হয়। আমি শুধুমাত্র আল্লাহর জন্যই এমনটা সহ্য করে যাচ্ছি।

প্রশ্নঃ এমতাবস্থায় আমার করনিয় কি? তার নামাজের জন্য কি আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে? এই সমস্যার সমাধান কি?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৯ ডিসেম্বর, ২০২১
কেরানীগঞ্জ
#১০৮৭৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
সামী ইচছাকৃতভাবে আয় রোজগার না করলে কি তার সাথে দুরব্যবহার ও তাকে শিখখা দেয়ার জন্য তার সাথে দূরত্ব বজায় রাখা কি জায়েজ হবে, তার বাবার টাকা পয়সা আছে বলে সে কোন কাজ করতে চায়না, স্ত্রী সন্তানএর ছোটখাটো প্রয়োজনের জন্য সামীর মা বাবার কাছে স্ত্রী কে হাত পাততে হয়, যা সব সময় করা যায়না, এজন্য কি তাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবেনা! তার নিজের খরচ সে কোন না কোন ভাবে বের করে নেয়, মাথায় ছাদ আর বাবা মার টাকায় ৩ বেলা খাবার ছাড়া সে কোন দায়িত্ব ই নেয়না, এ অবস্থায় তাকে সঠিক পথে আনার জন্য স্ত্রী যদি আলাদা হতে চায় বা নিজে চাকরি করতে চায় তাহলে কি জায়েজ হবে?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
২৯ নভেম্বর, ২০২১
ঢাকা ১২১৬
#১০৮২৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
শায়েখ।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ । - আল্লাহ পাক আপনাকে এবং আমাদেরকে সর্বদাই মুমিন হিসেবে জীবিত রাখুন -
শায়েখ। আপনার নিকট আমার জানার বিষয় হলোঃ
স্ত্রীর কাছ থেকে স্বামী দ্বীনি প্রয়োজন বা দুনিয়াবি প্রয়োজনে কতদিন পর্যন্ত দূরে থাকতে পারবে?

দ্বীনি প্রয়োজন যেমনঃ মাদ্রাসা/মসজিদের খেদমতে নিয়োজিত কর্তৃপক্ষ তাকে ২/৩ মাস পর ছুটি দিচ্ছেন।

আর দুনিয়াবি প্রয়োজন যেমনঃ ব্যক্তি বিদেশ চলে গেলো, ২/৩ বছর হয়ে গেলো আসার কোনো প্রয়োজন মনে করছেন না বা কর্তৃপক্ষ তাকে ছুটি দিচ্ছেন না।

জাঝাকুমুল্লাহ
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
২৪ নভেম্বর, ২০২১
Umor Pur
#১০৬৭৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নিম্নবিত্ত পরিবারের সন্তান ।এবং নিম্নবিত্ত পরিবারেই আমার বিবাহ হয়েছে।এমতাবস্থায় আমি সমাজে প্রচলিত নিয়মানুযায়ী স্বামীর সংসারে কোন যৌতুক বা উপহার দিতে পারিনি এবং উক্ত কারনে আমার শাশুড়ী ও ননদ আমাকে খুব অপমান করে।অথচ আমার স্বামীও আমাকে মোহরানা দেননি।আরো উল্লেখ্য যে আমি সবসময় বিভিন্ন ভাবে তাদেরকে আর্থিক সাহায্য করেছি।তবুও তাদের মন পাইনি।প্রায় তিন বছর আগে আমার একটি ছেলে সন্তান হয়ে মারা গেছে। পরবর্তীতে আমি ঢাকায় এসে আমার স্বামীর সাথে জব করছি।এখন আমার ভরনপোষণ আমি নিজেই বহন করি।এবং বাকি টাকা আমার স্বামী তার নিজের পরিবারে খরচ করে।আমি উনার পরিবারের পাশাপাশি আমার বাবা মাকে সামান্য সাহায্য করলে রাগ করে।সে চাই আমার উপার্জনের পুরোটাই যেন আমি তাদের দিয়ে দেই।এবং এখন আমি উপার্জনক্ষম হওয়ায় তিনি আমাকে সন্তান নিতে দিচ্ছেন না।তিনি চান সম্পূর্ণ স্বচ্ছল না হওয়া পর্যন্ত আমি যেন তাদের আর্থিক সাহায্য করি।অথচ একটা সন্তানের জন্য আমার বুকটা হাহাকার করে।আমি আমার স্বামীকে খুব ভালোবাসি।কিন্তু নিজের উপর এতো জুলুম আর সহ্য করতে পারছিনা।এমতাবস্থায় আমার করণীয় কি জানাবেন প্লিজ।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৭ নভেম্বর, ২০২১
ঢাকা