প্রশ্নঃ ৭০৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বামী কোন কোন আমল করলে স্ত্রী খুশি হবে তার মন জয় করা যাবে দয়া করে জানালে অনেক ভালো হতো
৬ জুলাই, ২০২১
Μέσα Γειτονιά ৪০০৩
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
ইসলামী আখলাক তথা সচ্চরিত্রের মাধ্যমে একজন মানুষকে যতোটুকু আপন করা যায়, অন্য কিছুর মাধ্যমে তা সম্ভব নয়।
স্ত্রীর কাছে শ্রেষ্ঠ স্বামী হওয়ার জন্য কিছু পরামর্শ :
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ, যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। আর শুনে রাখ, আমি আমার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ।
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ عَنْ الْأَعْمَشِ عَنْ شَقِيقٍ عَنْ مَسْرُوقٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم خِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ
আব্দুল্লাহ বিন আম্র রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম লোক তারাই, যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম।
—সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৯৭৮
১. স্ত্রী অপমানিত হয় এমন কোন কাজ করবেন না।
২. স্ত্রীর বাপের বাড়ির কাউকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। অযথা মন্তব্য করবেন না।
৩. আপনার উপরে সন্দেহের জন্ম নিবে এমন আচরণ থেকে বিরত থাকুন।
৪. হালাল কামাই রোজগার করে যথাসাধ্য ঘরের কাজে স্ত্রীকে কিছু সহযোগিতা করুন।
৫. পরিষ্কার-পরিচ্ছন্ন চলুন। আতর-সুগন্ধি ব্যবহার করুন।
৬. ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করুন। মাসনুন দোয়া পড়ুন।
৭. ঘরে প্রবেশ করে স্ত্রীর সঙ্গে সালাম ও কুশল বিনিময় করুন, সুযোগ থাকলে জড়িয়ে ধরে ভালোবাসার চুম্বন করুন।
৮. আউয়াল ওয়াক্তে নামায পড়ার জন্য নির্দেশ করুন। কুরআনুল কারীম তিলাওয়াত করতে বলুন। হাতের কাজ করার সময় দুরুদ শরীফ ও ইস্তিগফার পড়তে উৎসাহী করুন।
৯. রাতের বেলায় আগে আগে খেয়ে আগে আগে ঘুমিয়ে পড়ুন। রাতের বেলায় পর্যাপ্ত ঘুমাতে দিন। পর্যাপ্ত ঘুম হলে মেজাজ তবিয়ত ভালো থাকে।
১০. সম্ভব হলে ভোর রাতে একসঙ্গে তাহাজ্জুদ পড়ুন।
১১. স্ত্রীর ভালো-মন্দের দিকে সজাগ দৃষ্টি রাখুন। তার সুযোগ সুবিধার প্রতি খেয়াল রেখে দীর্ঘ সময় আদর সোহাগ করে পরিপূর্ণ উত্তেজিত হওয়ার পর সহবাস করুন। নিয়মিত সহবাস করুন। সহবাসের পর দীর্ঘ সময় জড়িয়ে ধরে রাখুন। মনে রাখবেন সবকিছু দিলেও শারীরিক সুখ না দিতে পারলে আপনি কখনোই স্ত্রীর মন পাবেন না।
১২. সহবাসের পর ভালো ভালো খেতে দিন। দুধ, ডিম, ঘি, কলা, খেজুর, কিসমিস, বাদাম, কালোজিরা, মধু খাদ্যতালিকায় রাখুন।
১৩. স্ত্রীর হায়েযের সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে উৎসাহ দিন। তাকে ঘৃণা করবেন না। এই সময়টাতে তার প্রতি আপনার আগ্রহ আছে এমন ভাব প্রকাশ করুন। আলিঙ্গন, চুম্বন ও মর্দন করুন। তবে কোন ভাবেই সহবাসে লিপ্ত হওয়া যাবে না।
১৪. ঘরের কাজগুলো স্বামী-স্ত্রী পরামর্শের মাধ্যমে আঞ্জাম দিন।
১৫. সুন্নত অনুযায়ী জীবন যাপন করুন।
والله اعلم بالصواب
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৪
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১