স্ত্রীকে দিয়ে বাবা মায়ের খেদমত!
প্রশ্নঃ ৩৫০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ২০০৫ সালে বিয়ের পর থেকেই আমার বাবা-মার সাথে বাবার বাড়িতে থাকি। এখানে আমাদের থাকার জন্য সবারই আলাদা রুম আলাদা বাথরুম শুধু একটি রান্নাঘর।এখন আমাদের দুটি সন্তানও রয়েছে। কিন্তু আমার স্ত্রী আমার বাবা-মাকে সহ্য করতে পারেনা। এই নিয়ে আমি সহ সবার সাথে দুর্ব্যবহার করে। আমার স্ত্রীরও তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিশেষ করে আমার মার বিরুদ্ধে। রান্না-বান্না সব আলাদা।বর্তমানে আমার স্ত্রী খুব চাপ দিচ্ছে আলাদা বাসা নেয়ার জন্য। কিন্তু আমার বাবা-মা যথেষ্ট বৃদ্ধ বয়স হয়ে গেছে। এই মুহূর্তে আলাদা হয়ে গেলে ওনারা হয়তো সহ্য করতে পারবেন না। আমি এবং আমার সন্তানরা চলে গেলে উনারা আরো অসুস্থ হয়ে পড়বেন। আর আমিও বাবা-মাকে ছেড়ে শান্তি পাব না।আমি আমার স্ত্রীকে অনেক বুঝানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি, এও বলেছি যে দেড় থেকে দুই বছরের মধ্যে ইনশাল্লাহ, আমি এমন একটি বাসা নিব যেখানে বাবা-মা'রা আলাদা থাকবে, আমার স্ত্রী আলাদা থাকবে ,কারো সাথে কারো দেখা হবে না, কিন্তু সে এখনি আলাদা হবে।গত ছয় মাস হল আমার স্ত্রী তার বাবার বাড়ি গেছে, আমার সাথে কোন কথা হয়না। এখন আমার কি করা উচিত।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার বাবা-মায়ের সুখ শান্তি প্রতি খেয়াল রাখা এবং তাদের খেদমত করার দায়িত্ব আপনার উপর আবশ্যক। আপনার স্ত্রীকে বুঝিয়ে বাবা মায়ের সঙ্গে একত্রে রাখতে পারলে ভালো। স্ত্রীকে বোঝাতে অপারগ হলে আপনার সামর্থ্যের মধ্যে তার জন্য ভিন্ন বাসা নিয়ে দেয়া যাবে।
أَسۡكِنُوهُنَّ مِنۡ حَيۡثُ سَكَنتُم مِّن وُجۡدِكُمۡ وَلَا تُضَآرُّوهُنَّ لِتُضَيِّقُواْ عَلَيۡهِنَّۚ
সূরা ত্বলাক্ব ৬
عَنْ عَائِشَةَ ، أَنَّ هِنْدَ بِنْتَ عُتْبَةَ قَالَتْ : يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ شَحِيحٌ، وَلَيْسَ يُعْطِينِي مَا يَكْفِينِي وَوَلَدِي، إِلَّا مَا أَخَذْتُ مِنْهُ، وَهُوَ لَا يَعْلَمُ. فَقَالَ : " خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ بِالْمَعْرُوفِ ".
বোখারী ৫৩৬৪
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন