প্রশ্নঃ ৩৬০৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আমার মা বাবার একটি ছেলে,,ও দুই বোন আছে,আমি আগে একটা বিবাহ করেছিলাম,,সেটা একটা এক্সিডেন্টে ছিলো, কিন্তু পরের বার আমাকে,, আমার মা বাবা,,দেখে শুনে আমাকে বিবাহ দেয়,4-5মাস যাওয়ার পরে,, আমার স্ত্রী কে আমার মা দেখতে পারে না,, আমাদের আলাদা করে দিলো,,আলাদা করার ভিতর ও ঝগড়া করতো তার কিছুদিন পরে আমাদের বাড়ি থেকে বাইর করে দিলো,1বসর পর আমার একটা ছেলে সন্তান হয়,,তাও কোনো খোঁজ নেয় না,,তবু্ও আমি তাদের যখন যা লাগে আমি যতটুকু পারি দিই,,সব সময় দুই মেয়েকে নিয়ে মেতে থাকে,,মেয়ে দুটোর বিয়ে হয়ে গিয়েছে,,,ছোটো মেয়ের বিয়ে দিয়েছে আমাকে একটুও বলেনি,এজন্য আমি আর কথা বলি না ,, তারা তো খোঁজ খবর মরে গেলেও নেই না,,, এতে কি আমার পাপ হবে,,,,এবং আমি কি করবো,,,তার পরও আমি আমার স্ত্রীকে সন্তান কে নিয়ে আমার মা বাবার কাছে চলে গিয়েছিলাম,, আবার ও বাইর করে দিয়েছে,,,আমার স্ত্রী কে একটুও দেখতে পারে না,, আমার মা বাবা,,
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে তোমার সাথে আত্মীয়তা বিচ্ছিন্ন করল তুমি তার সঙ্গে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখ। যে তোমার উপর জুলুম করল তুমি তাকে ক্ষমা করে দাও।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ নীতিবাক্যের ওপর আমল করুন।
মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। স্ত্রী ও সন্তানদের হক আদায় করুন।
মাঝেমধ্যে বোনদের খবর নিবেন।
এর পাশাপাশি মা-বাবার উপর যদি কেউ কুফরি/জাদু করে থাকে তা কাটাতে তদবির করে যাবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর জাদু করা হয়েছিল। সে জাদু বিনষ্ট করার জন্য আল্লাহ তায়ালা সূরা ফালাক ও সূরা নাস অবতীর্ণ করেছেন। আল্লাহ-ওয়ালা কোন আলেমকে দিয়ে তদবিরের উদ্যোগী হোন। আল্লাহ তায়ালা আপনার সকল সমস্যার সমাধান করে দিন। আমীন
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ : لَقِيتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِي : " يَا عُقْبَةَ بْنَ عَامِرٍ، صِلْ مَنْ قَطَعَكَ، وَأَعْطِ مَنْ حَرَمَكَ، وَاعْفُ عَمَّنْ ظَلَمَكَ ".
মুসনাদ আহমাদ ১৭৪৫২
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন