শ্বাশুর শাশুড়ীর সম্পর্ক খারাপ হলে পুত্রবধুর করণীয় কি?
প্রশ্নঃ ৩৯২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার শাশুড়ি, স্বামী, এবং ননদেরা পারিবারিক কারণে তাদের বাবার সাথে কথা বলেন না। একসাথে থাকেন না। মেয়েরা কথা বললেও তাচ্ছিল্যের সাথে বলে। আমার স্বামী অবশ্য তার খরচ বহন করেন এবং মাসে একদিন ফোন দিয়ে খোজখবর নেন। আমি নতুন বিয়ে হয়েছি তাই সমস্যাটা বিস্তারিত জানিনা। এবং তারা আমাকে এ ব্যাপারে কথা বলতে না করেছে। আমি যতদূর জেনেছি আমার শাশুড়ীর সাথে খারাপ ব্যবহার ই এর মূল কারণ। অনেক আগেই আমার শাশুড়ী তার সন্তানদের নিয়ে আলাদা থাকেন এবং তাদেরকে পড়াশোনা করানোসহ সব কিছু তিনিই করেছেন তাদের বাবার ভূমিকা নেই। এই একই কারণে আমার স্বামীর চাচাদের সাথেও সম্পর্ক নেই। এখন এটা কি রক্তের সম্পর্ক ছিন্ন করার পাপ হবে? যদি হয় তবে আমি আমার স্বামীকে কিভাবে বুঝাতে পারি? ধন্যবাদ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্বামী-স্ত্রীর মাঝে খুনসুটি হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। এটাকে কেন্দ্র করে সন্তানেরা বাবা মায়ের মধ্যে ডিভাইড করা এবং তাদের মধ্য থেকে কাউকে প্রাধান্য দেয়া মোটেই উচিত নয়। অতএব আপনার স্বামী ও ননদেরকে বলুন তারা যেন তাদের বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে। সাথে মায়ের খেদমতে কোন প্রকার ত্রুটি না করে।
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ، بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ " . قَالَ ابْنُ أَبِي عُمَرَ قَالَ سُفْيَانُ يَعْنِي قَاطِعَ رَحِمٍ .
জুবায়র ইবনু মুত’ইম (রাঃ) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ (আত্মীয়তা) ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।
ইবনু আবূ ‘উমার (রাঃ) সুফ্ইয়ান থেকে বর্ণনা করেন, অর্থাৎ- আত্মীয়তা ছিন্নকারী।
সহিহ মুসলিম, হাদিস নং ৬৪১৪
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন