আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১১৯৯১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার বাবা নেই, আমার ভায়েরা তেমন মা কে দেখাশোনা করেন না। আমার বাবা দুই ভাই আর আমার বড় বোনকে বিয়ে দিয়ে গেছে তাদের প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা সাহায্য করেছেন। আমার বিয়ের আগেই বাবা মারা জান। আর আমার ভাইরা আমাকে দেখতেই পারে না।
আমার মা আমাকে কিছু টাকা সবাইকে না জানায় আমানত সরুপ দিয়েছে, যাতে বিপদের সময় মার অসুস্থতায় বা আমার ভবিষ্যতে কাজে আসে।
দুই ভাই আর বড় বোন তার কিছুই জানেনা। কিন্তু দুই ভাই এটা অন্তাজ করে আমারে বরাবর অপবাদ দেয়, আমি মায়ের কাছ থেকে বহু টাকা নিয়ে গেছি। ওদের হকের টাকা বেইমানি করে নিয়ে গেছি। আরো অনেক বাজে মন্তব্য করে। আমি মা কে টাকাটা অনেক বার ফিরিয়ে দিতে চেয়েছি কিন্তু সে আমাকে আল্লাহর কসম দিয়ে বলেছেন তুই এই টাকা তোর ভাই বোনদের দিলে তুই আখিরাতে দায় থাকবি আমার কাছে।
এখানে আমি কি গুনাহগার? আমি কি আসলেই হক মেরে খাচ্ছি? আমার মা কি গুনাহের কিছু করে ফেলছেন আবেগে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৯ ডিসেম্বর, ২০২১
ঢাকা