আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১২০৭৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামোআলাইকুম সলাতের সময় রোজগার করতে থাকলে সেই রোজগার কি?

৩১ ডিসেম্বর, ২০২১
West Bengal ৮৫৪৩১৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





নামাজের সময় হলে নামাজ আদায় করা ফরজ । কেউ যদি নামাজ ছেড়ে দিয়ে কামাই করে তাহলে তার ‍উপার্জন যদি বৈধ হয় তাহলে তা হারাম না হলেও নামাজ ছেড়ে দেওয়ার অপরাধে সে আল্লাহ তায়ালার দরবাবে শাস্তির সম্মুখীন হবে। এবং অচিরেই আল্লাহ তায়ালা তার জীবিকা সঙ্কীর্ণ করে দিবেন। আল্লাহ তায়ালা সুরা ত্বাহার 124-126 আয়াতে এজাতীয় লোকের ব্যপারে বড় হুশিয়ারি উচ্চারণ করেছে, ইরশাদ হচ্ছে-

وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى - قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنتُ بَصِيرًا - قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنسَى -

“(১২৪) আর যে আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে বড় সংকটময়। আর কিয়ামতের দিন। আমি তাকে অন্ধ করে উঠাব। (১২৫) সে বলবে, হে রব্ব! তুমি আমাকে অন্ধ করে উঠালে কেন ? আমি তো চক্ষুষ্মান ছিলাম!
(১২৬) আল্লাহ বলবেন, এভাবেই তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে। আজ সেভাবেই তােমাকে ভুলে যাওয়া হবে।

এছাড়াও কুরআন-হাদিসের অসংখ্য আয়ত ও হাদিসে ওই ব্যক্তির জন্য ভয়াবহ আজাব এবং দুনিয়াতের লাঞ্ছনার জীবনের ব্যপারে সতর্ক করা হয়েছে।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন