আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৯৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বাবা নেই, আমার ভায়েরা তেমন মা কে দেখাশোনা করেন না। আমার বাবা দুই ভাই আর আমার বড় বোনকে বিয়ে দিয়ে গেছে তাদের প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা সাহায্য করেছেন। আমার বিয়ের আগেই বাবা মারা জান। আর আমার ভাইরা আমাকে দেখতেই পারে না।আমার মা আমাকে কিছু টাকা সবাইকে না জানায় আমানত সরুপ দিয়েছে, যাতে বিপদের সময় মার অসুস্থতায় বা আমার ভবিষ্যতে কাজে আসে।দুই ভাই আর বড় বোন তার কিছুই জানেনা। কিন্তু দুই ভাই এটা অন্তাজ করে আমারে বরাবর অপবাদ দেয়, আমি মায়ের কাছ থেকে বহু টাকা নিয়ে গেছি। ওদের হকের টাকা বেইমানি করে নিয়ে গেছি। আরো অনেক বাজে মন্তব্য করে। আমি মা কে টাকাটা অনেক বার ফিরিয়ে দিতে চেয়েছি কিন্তু সে আমাকে আল্লাহর কসম দিয়ে বলেছেন তুই এই টাকা তোর ভাই বোনদের দিলে তুই আখিরাতে দায় থাকবি আমার কাছে।এখানে আমি কি গুনাহগার? আমি কি আসলেই হক মেরে খাচ্ছি? আমার মা কি গুনাহের কিছু করে ফেলছেন আবেগে?

২৯ ডিসেম্বর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার মা আপনাকে যে টাকা দিয়েছেন সেটা দেওয়া এবং আপনার গ্রহন করা জায়েজ হয়েছে। এর কারণে আপনি বা আপনার মা গুনাহগার হবেন না। কেননা সন্তানদের কিছু দেওয়ার ক্ষেত্রে যদিও সমতা রক্ষা করা জরুরী কিন্তু যদি পিতা মাতা বিশেষ কারণে -সন্তানের দীনী বিষয়ে অগ্রগণ্যতার কারণে অথবা তাদের অধিক খেদমতের কারণে- কোনো সন্তানকে সামান্য সম্পদ বাড়িয়ে দেয় তবে তা মাকরুহ হবে না। আপনার বর্ণনা অনুসারে আপনার মা অন্যান্য ভাইবোনদের অজান্তে আপনাকে কিছু টাকা দিয়েছেন যেন তাঁর অসুস্থতায় কিংবা আপনার কাজে আসে। কাজেই ওই টাকা গ্রহন করা আপনার জন্য জায়েজ হয়েছে।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন