আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১১৮৯৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম মুহতারাম,

বাবা মার কথা শোনা ওয়াজিব!

আচ্ছা, যদি তারা কাফির হয় বা নামে মুসলিম কিন্তু ইসলামী শরীয়তের কোনো তোয়াক্কা করেন না, তার ছেলে ইসলামকে পরিপূর্ণভাবে ফলো করলে নিচু চোখে দেখে, বা আল্লাহর হারামকে হালাল বানিয়ে ফেলে, হারামের কথা স্মরণ করিয়ে দিলে এসব আইনকে তুচ্ছ তাচ্ছিল্য করে!
আবার এমন কোনো বাবা মা আছেন, যারা কবর পূজারী মুখে সব সময় তাদের ভন্ড বাবাদের জিকির থাকে!

প্রশ্ন ১: এসব করলেও তাদের কথা শুনা ওয়াজিব?

প্রশ্ন ২: বাবা ইসলাম পালন করতে বাধা দেয়, যেমন নামাজ, রোজা, পর্দা করতে বাধা দেয়, শিরক করতে বাধ্য করে, খারাপ ব্যাবহার করে!

এমতাবস্থায় সম্পর্ক ছিন্ন করা জায়েজ হবে?

সম্পূরক প্রশ্ন: বাবা যদি হারাম আয় করে, তাহলে আমি হালাল আয়ের পথ খুঁজে আব্বার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
২৭ ডিসেম্বর, ২০২১
ঢাকা
#১১৬৪৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
১.আমি রাতে ঘুমানোর পর ঘুমের ভিতরেই কথা বলতে থাকি, এবং তা খুব জোরে জোরে, এই ঘটনাটি টানা কয়েকমাস ( মাঝে মাঝে বিরতিও থাকে) ধরে ঘটে আসছে, আর আমি ঘুমে কি কথা বলি আমার তা বিন্দুমাত্র মনে থাকেনা, এমতাবস্থায় আমি এক প্রকার বিব্রতিকর অবস্থায় রয়েছি, এবং আমার এই কর্মকান্ডে আমার রুমমেট, বাড়ির সবাই ও খুবই ভীত হন, এই সমস্যা থেকে মুক্তির কোনো উপায় আছে? আর আমার এই সমস্যার কারনটিও আমি জানতে ইচ্ছুক।
২.সালাত আদায়ের সময় চোখ বন্ধকরে দোয়া,সুরা পাঠ করা যাবে কি? আসলে চোখ বন্ধ করলে সালাতের ভিতর ভালোভাবে মনোনিবেশ ও মনের কথা সঠিকভাবে বলতে পারি, সালাতের দোয়া মাছূরা ও দোয়া কুনুত আমি আরবী উচ্চারন মনে রাখতে পারিনা,মনে রাখতে পারলেও দোয়া পড়ার সময় আমি কিছু অনুভব করতে পারিনা এক্ষেত্রে আমি বাংলায় দোয়াটি পাঠ করতে পারি বেশ ভালোভাবে বুঝে বুঝে, আমার এভাবে নামাজে বাংলায় পড়াটা কি ঠিক হচ্ছে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৩ ডিসেম্বর, ২০২১
শেরপুর
#১১৫৪৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হুজুরের নিকট সবিনয় আমার একটি প্রশ্ন ।সফররত অবস্থায় যদি কাপড় নাপাক হয়ে যায় এবং কাপড় এমনভাবে নাপাক হয়েছে যে নাপাক স্থান পরিষ্কার করা সম্ভব নয় এমত অবস্থায় আমার তিন থেকে চার ওয়াক্ত নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে সেই অবস্থায় আমার করনীয় কি?
আরো সহজ করে বললে বলা যায়, আমি সকালে অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছি এরইমধ্যে আমার কাপড় নাপাক হয়ে গিয়েছে এবং আমার কাপড় পরিবর্তন করার কোন ধরনের উপায় নাই। সে ক্ষেত্রে আমার যোহর,আসর,মাগরিব কাযা হওয়ার সম্ভাবনা থাকে তখন আমার করনীয় কি মেহেরবানী করে বলবেন কি??????
question and answer iconউত্তর দিয়েছেন: মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
১৯ ডিসেম্বর, ২০২১
Munshiganj