আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৬৪৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১.আমি রাতে ঘুমানোর পর ঘুমের ভিতরেই কথা বলতে থাকি, এবং তা খুব জোরে জোরে, এই ঘটনাটি টানা কয়েকমাস ( মাঝে মাঝে বিরতিও থাকে) ধরে ঘটে আসছে, আর আমি ঘুমে কি কথা বলি আমার তা বিন্দুমাত্র মনে থাকেনা, এমতাবস্থায় আমি এক প্রকার বিব্রতিকর অবস্থায় রয়েছি, এবং আমার এই কর্মকান্ডে আমার রুমমেট, বাড়ির সবাই ও খুবই ভীত হন, এই সমস্যা থেকে মুক্তির কোনো উপায় আছে? আর আমার এই সমস্যার কারনটিও আমি জানতে ইচ্ছুক।২.সালাত আদায়ের সময় চোখ বন্ধকরে দোয়া,সুরা পাঠ করা যাবে কি? আসলে চোখ বন্ধ করলে সালাতের ভিতর ভালোভাবে মনোনিবেশ ও মনের কথা সঠিকভাবে বলতে পারি, সালাতের দোয়া মাছূরা ও দোয়া কুনুত আমি আরবী উচ্চারন মনে রাখতে পারিনা,মনে রাখতে পারলেও দোয়া পড়ার সময় আমি কিছু অনুভব করতে পারিনা এক্ষেত্রে আমি বাংলায় দোয়াটি পাঠ করতে পারি বেশ ভালোভাবে বুঝে বুঝে, আমার এভাবে নামাজে বাংলায় পড়াটা কি ঠিক হচ্ছে?

২৩ ডিসেম্বর, ২০২১
শেরপুর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





ঘুমানো আগে কিছু বিশেষ আমল আছে সেগুলো করতে থাকলে ইনশাআল্লাহ আপনার এই সমস্যা দূর হয়ে যবে। প্রয়োজনে আপনি কোনো বিশেষজ্ঞ ডাক্তারেরও পরামর্শ নিতে পারেন। আশা করি তাঁরা এর কারণ উদ্ঘাটন করতে পারবেন।

ঘুমের আমল সম্পর্কে জানতে নিচের রেফারেন্স উত্তরটি দেখুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর