আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৮৯২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মাসমর্পণ বলতে কি বুঝায়?বিস্তারিত বললে কৃতজ্ঞ থাকব।

৩ জুন, ২০২২
সাতবাড়িয়া

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তায়ালার হুকুম বাস্তবায়ন করা এবং তাঁর নিষিদ্ধ বিষয়গুলো পরিহার করাই পরিপূর্ণ আত্মসমর্পণ করা। যিনি এটা করতে পারবেন তিনিই হবেন প্রকৃত ও পূর্ণাঙ্গ মুমিন। পরিপূর্ণ মুসলিম। আর যে জীবনের কিয়দাংশে কিংবা পছন্দনীয় বিষয়ে ইসলামের বিধান অনুসরণ করলেও অধিকাংশ ক্ষেত্রে শরীয়তের বিধিবিধানের পরোয়া করে না, অথচ নিজেকে ইমানদার বলে পরিচয় দেয় সে হলো অপূর্ণাঙ্গ মুসলমান। এজাতীয় মুসলমানদের ব্যাপারে আল্লাহ তায়ালা কুরআনুল কারিমে দুনিয়ার লাঞ্ছনা এবং আখেরাতে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারী উচ্চারণ করেছেন।

সুরাতুল বাকারাহ এর ৮৫ নং আয়াতে আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ ۚ فَمَا جَزَاءُ مَن يَفْعَلُ ذَٰلِكَ مِنكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَىٰ أَشَدِّ الْعَذَابِ ۗ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ (85)

তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস কর এবং কিছু অংশকে প্রত্যাখ্যান কর ? সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা এবং কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। তারা যা করে আল্লাহ্ সে সম্বন্ধে অনবহিত নন। (বাকারাহ, ৮৫)

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর