আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৫০০১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

প্রশ্ন: আমি শুনেছি ইসলাম এ ৩ টা বিষয়ে মজা করলেও নাকি সত্য হয়ে যায়।
বিয়ে,তালাক্ব আরেকটা রজম না কি যেন, মানে তালাক্বের ধাপ শেষ হবার আগে ফিরিয়ে নেওয়া,
আমাদের অঞ্চলে বিয়ের ব্যপার টা এরকম অনেকে তার মেয়ের ব্যপারে আরেকটা ছেলেকে জাস্ট মুখে বলে,
আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিলাম মজা করে বললেও কি হয়ে যাবে?

কিংবা কেউ তার মেয়েকে তার কোন আত্নীয়র ছেলের বাবার কাছেও যদি বলে
আমি তোমার ছেলের কাছে বিয়ে দিয়েইই দিলাম আর সে কবুল করে নিলে কি বিয়ে হয়ে গেল?!

অনেক সময় ছেলে মেয়েরা একা বিয়ে করে নিজেদের মধ্যে অভিভাবক ছাড়া,
আবার হাদিসে আছে অভিভাবক ছাড়া বিয়ে বাতিল।আমার বোনকে মাদ্রাসায় তার হুজুর বলেছে,
অভিভাবক এর ব্যপার টা দূর্বল হাদিসে আসছে বা ইত্যাদি আরো কি যেন।
তো ছেলে মেয়েরা একা নিজেদের মধ্যে বিয়ে করলে সেটা মজা করে বা সিরিয়াসলি করলে কি
তা হয়ে যাবে?
আমাকে জানাবেন ইংশা আল্লাহ।

জাযাকুমুল্লাহু খাইর।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৫ মার্চ, ২০২১
Dhaka
#৩৯০৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় শায়েখ,
আমার এক ছোট বোন প্রেম করে বিয়ে করেছিলো। বিয়ের সময় তাদের পরিবারের কেউ ছিল না। কিন্তু বন্ধু এবং প্রাপ্তবয়স্ক পরিচিতরা ছিলেন। বিয়ে সম্পুর্ন ইসলাম মেনেই হয়েছিল। প্রসংগত ছেলেটা হিন্দু ছিল বিয়ের আগে সে কলেমা পরে রেজিস্ট্রার করে মুসলিম হয়েছিল। কিন্তু কিছুদিন পর পারিবারিক কথা বিবেচনায় ছেলেটা মেয়েটিকে ছেড়ে বিদেশ চলে যায়। যাওয়ার আগে বিয়ের ডকুমেন্টস ছিড়ে ফেলে কিন্তু মুখে তালাক দেয়নি। তারপর সেই ছেলে আবার হিন্দু রীতিমত বিয়ে করে সংসার করে। এবং তার প্রায় দুই বছর পর মেয়েটার বিয়ে হয়। এক্ষেত্রে মেয়েটার বিয়েটা কি সঠিক? না হলে কিভাবে কি করতে হবে?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৮ ডিসেম্বর, ২০২০
MD ২১২২৯
#৩৬৭৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।...... (ক)শুনেছি একবসায় ৩ তালাক দিলেও এটা ১ তালাক হিসাবে মানতে হবে ( ইসলামের আলোকে নিয়ম মানলে)........ আর সেইসাথে জামাই চাইলে বউকে ৩ মাসের ভিতর (বলতে ৩ হায়েজের ভিতর ফিরত নিতে পারবে)।আর ভবিষ্যতে জামাই ২ তালাকের অধিকার রাখবে যেহেতু ১ তালাক হিসাবে আসছে।(শুনেছি উমর ( রাঃ) এ র সময় প্রথম ২ বছর নাকি এরকম নিয়ম মানা হত কিন্তু উমর (রা:) সময় পরবর্তীতে (২ বছর পর) নাকী ৩ তালাকের নিয়ম একবসায় চালু করা হয়)। কিন্তু ইসলামের আলোকে সঠিকভাবে মানলে, তাই ৩ তালাক দেওয়া হলেও একবসায় এটা ১ তালাক হিসাবে মানতে হয়। আমি কি সঠিকভাবে নিয়ম বলেছি?........(খ) জামাই একবসায় ৩ তালাক দিয়েছে আর তালাকের কাগজে সাইন করেন ( কাজী আর জামাই এর নিজের পিতা আর কিছু মানুষের সামনে)। বউ সেইদিনই তালাকের কাগজ গ্রহণ করে আর সাইন করে কাজী আর বউয়ের নিজের পিতার সামনে ( জামাই এর পিতা আর অন্য মানুষের সামনে না)...তাহলে ৩ তালাক হিসাবে মানতে হবে?( আর বউয়ের ২ য় বিয়ে করতে হবে ১ম জামাইয়ের নিকট ফেরত যাওয়ার জন্য)/নাকি (ক) তে নিয়ম মেনে ১ তালাক হিসাবে মেনে ইদ্দত চলাকালীন ফেরত যেতে পারবে।জামাই বউ ইদ্দতের ভিতর আবারো চাইলে একসাথে হতে পারবে?......( সম্ভব হলে আজকের ভিতর এককথায় যতদুর সম্ভব আগে উত্তর দিবেন। দুঃখিত আপনাদের ঝামেলা দেওয়ার জন্য আসলে আপনাদের উত্তরের উপর অনেক কিছু ভিত্তি করে। বোনটা বিপদগ্রস্থ দুয়া করবেন সবাই মুসলিম বোনটার জন্য)
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
২১ নভেম্বর, ২০২০
সিলেট
#৩৬২৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। (১)কাগজ দিয়ে ৩ তালাক দেওয়া হয়েছে একসাথেই। জামাই প্রথম সাইন করসে কাগজে ( জামাই তার নিজের পিতা((স্ত্রীর পিতা না)), কাজী পাশাপাশি আর কিছু মানুষের সামনে সাইন করসে প্রথম ) আর বউ ( স্ত্রী তার নিজের পিতা আর কাজী) সামনে সেই দিন সাইন করে।ইদ্দত চলতেসে ( তালাক এর ১ মাস উপর চলছে )।জামাই আর স্ত্রীর আবার পুনরায় বিয়ে করার উপায় কি? (আবার এক্ সাথে হবার মাধ্যম কি?) (২) এই অবস্থায় তাদের ৩ তালাক হয়ে গেছে ( এক্ দিনে সাইন দিয়ে) ? (৩) সংগত কারণে মহিলা নিজের বাবার বাসায় ইদ্দত পালন করতে হচ্ছে ।প্রথম দিকে ইদ্দতের গুরুত্ব খেয়াল করেনি ইচ্ছামত বাইরে চলাফেরা আর সেইসাথে সাজসজ্জা অনেক সময় করেছে । কিন্তু বাকি দিন ঠিকমত ইদ্দত পালন করতে চাচ্ছে ইসলাম মেনে ইনশাআল্লাহ। ইদ্দত পালনকাল সময় কানেদুল (আগেথেকেই সুন্দর লাগার উদ্দেশ্যে না গুসলের পানি ঠিকমত লাগার উদ্দেশ্যে কানে পড়ে দুল), যত্ন নিতে অথবা সুন্দর থাকতে চুলে তেল,মুখে ক্রিম, ভেসলিন দিতে পারবে? ( মাহরাম দের সামনে)?(৪) ইদ্দত কালে মাহরাম দের সামনে সাজতে পারবে?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১৬ নভেম্বর, ২০২০
সিলেট