আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৪১৫২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। প্রশ্ন হলো -- এক মহিলার স্বামীর সাথে একবছর কোন যোগাযোগ নাই, সংসারে বিভিন্ন কারনে অশান্তি হতে হতে একবছর ধরে তারা আলাদা থাকে, তাদের দুইজনের মধ্যে কোন ধরনের কোন সম্পর্ক নেই, এখন উক্ত স্ত্রী যদি আবার বিয়ে করতে চায়, তাহলে স্বামীকে ডিভোর্স দেয়ার পর মহিলার কি ইদ্দত পালন করতে হবে।,

৭ জানুয়ারী, ২০২১

কেরানীগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


বিবাহের পর এই মহিলার স্বামী শর্তসাপেক্ষে অথবা বিনাশর্তে তাকে তালাক তাফওয়ীয অর্থাৎ তালাকের অধিকার তার উপর অর্পণ করে থাকলে প্রাপ্ত অধিকারের ভিত্তিতে মহিলা বর্তমান অবস্থার কারণে নিজের উপর তালাক নিতে পারবে।
তালাক নেয়ার পর যথারীতি তিন হায়েয (মাসিক) ইদ্দত পালন করতে হবে।

ইদ্দতের সম্পর্ক তালাক ও স্বামীর মৃত্যুর সাথে। যখনি উক্ত দু’টির কোন একটি ঘটবে, তখন থেকেই ইদ্দতের সময়সীমা শুরু হয়। শারিরীক সম্পর্ক ছিল কি না? এর সাথে ইদ্দতের কোন সম্পর্ক নেই।

তাই তালাকের আগে দীর্ঘ সময় পর্যন্ত স্বামীর সাথে যোগাযোগ না থাকলেও উক্ত মহিলার তালাকের পর থেকে ইদ্দত পালন করতে হবে।

وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ ۚ [٢:٢٢٨]

আর তালাকপ্রাপ্তা নারী নিজেকে অপেক্ষায় রাখবে তিন হায়েয পর্যন্ত। [সূরা বাকারা-২২৮]

ابتداء العدة فى الطلاق عقيب الطلاق (هداية، كتاب الطلاق، باب العدة-2/425، زكريا-1/531، جديد-1/584

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

প্রসঙ্গসমূহ:

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৩৪৬২৯

খোলা তালাকের হুকুম


১১ জুন, ২০২৩

সাভার

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

৩৫৩৮৬

স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে?


২২ জুন, ২০২৩

R৩৪P+VRQ

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

২৫৬০৩

গোপন বিয়ে অতপর তালাক; মোহর দিতে হবে কি?


২২ নভেম্বর, ২০২২

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

৯৭৩৬৫

কাবিন নামার ১৮ ও ১৯ ধারা জানা অজানা কিছু বিষয়


২২ মার্চ, ২০২৫

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী শাহাদাত হুসাইন ফরায়েজী

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy