আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম ওয়া রহমতুল্লাহ,
প্রিয় শায়েখ। আমি একজন প্রায় ২৪ বছরের যুবক।আমার নাম প্রকাশে অনিচ্ছুক। এপ্রিল-২০২২ এ আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আমি দীনের রাস্তায় ফেরত আসছি৷ এখানে বলে রাখা ভালো আমি একটা প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলাম দীর্ঘ ৭ বছর ধরে এবং তার সাথে আমার ২০২০ এ শারীরিক সম্পর্ক হয়ে যায় (আস্তাগফিরুল্লাহ) তবে২০২১-২০২২ইং দীর্ঘ ১ বছর তার সাথে আর কোনো শারীরিক সম্পর্কে জড়িয়ে পরি নি । দীনের রাস্তায় ফেরত আসার পর থেকে আমি আমার প্রেমিকাকে বলে দেই যে সম্পর্ক রাখবো না। সেও রাজী হয়ে যায়,কিন্তু সেই মেয়েটি আমাকে ছেড়ে থাকতে পারে না। আবার এইদিকে আমি আমার চাচ্চুকে আমার বিয়ের কথা জানালে তিনিও অস্কৃতী জানান। আমি আব্বুকে আর বলতেও পারিনি। আমার একজন বড় ভাই আছে তার বিয়ে না হওয়াতে আমাকেও বিয়ে দিবেন না। আর আমার পরাশুনা শেষ না হলে বিয়ে দিতে নারাজ। আর দিন দিন আমার মৃত্যু এর ভয়ও আমাকে গ্রাস করছে, মনে হচ্ছে যদি মারা যায় তখন জিনার সম্পর্কে থেকে মারা যাবো, এই দিকে আমার সম্পর্কে থাকার ইচ্ছে না থাকলেও সেই মেয়েটি যেহেতু আমাকে ছাড়তে পারছে না সেহেতু আমি তার সাথে সম্পর্কে থাকি। অবশেষে আমি এক আলেমের পরামর্শ ক্রমে গত ৯ জুলাই ২০২২ এ বিবাহ বন্ধনে আবদ্ধ হই বাবা-মা কে না জানিয়ে। আমাদের বিয়েতে ৩জন পুরুষ আর মেয়ের খালাতো বোন উপস্থিত ছিলো। মেয়ের বাবা মারা গেলে তার মা তার(মেয়ের) চাচাকে বিয়ে করেন, তবে তার চাচা তার(মেয়ের) কোনো সাংসারিক খরচ দেন না, ভরনপোষণ ও করেন না।
এখন আমার প্রশ্ন,
১. আমিযে বিবাহ করেছি বিবাহ কি জায়েজ হবে?
২.আর আমি কি তার সাথে স্বামী স্ত্রী এর মতো মেলামেশা করতে পারবো?
৩.আর মোহরানা ৫ হাজার এর মধ্যে শুধুমাত্র ৫০০ শোধ করেছি। এক্ষেত্রেও কি তার সাথে মেলামেশা বৈধ হবে?
উত্তর দিলে অনেক খুশি হবো ধন্যবাদ ❤️