আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বিবাহের সর্বনিম্ন মহর কত?

প্রশ্নঃ ২৪৭১৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মইনুদ্দিন মোল্লা।পশ্চিমবঙ্গ থেকে। আমার প্রশ্ন, বতর্মান সময়ে দেনমোহর সর্বনিম্ন কতো হওয়া উচিৎ?

৮ নভেম্বর, ২০২২
West Bengal ৭১২৩০১

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


শরিয়তে বিবাহের সর্বনিম্ন মহর দশ দিরহাম। অর্থাৎ দুই তোলা সাড়ে সাত মাশা বা ৩০.৬১৮ গ্রাম রূপা। এক দিরহামের ওজন হল ৩.০৬১৮ গ্রাম। (শরহু মুখতাসারিত তাহাবী ৪/৩৯৮)
বর্তমানে প্রতি তোলা রূপার মূল্য ১২০০/- টাকা হলে ১০ দিরহামের মূল্য দাঁড়ায় ৩,১৫০/- টাকা। (মাসিক আল কাউসার প্রশ্ন নং ৩২৪২)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন