আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৪১৮১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

.
আমার জিজ্ঞাসা

1• আমার এক বন্ধুর বন্ধু একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ মেয়ের টি পিতা অন্য জায়গায় তার বিবাহ দিলো, তার পর মিয়েটি একটি সন্তান হলো, কিছুদিন যাওয়ার পর সেই পুরনো ছেলেটি যার সঙ্গে তার সম্পর্ক ছিল তার সাথে হঠাৎ দেখা হল এমত অবস্থায় তারা একদিন ঠিক করে দুজন পালিয়ে গেল!এবং ছেলেটি বাইরে কাজে যাই মেটির একটি ভাড়া ঘরে রেখে দিয়ে, এখন তার প্রেমিক দুজন বিবাহ করার কথা বলছে , এদের বিবাহ জায়েজ হবে কী? দুজনে খুব সংশয়ে আছে কী হবে কারও কাছে বলতেও পারছে না লজ্জায়, দুজনার অবস্থা কী হবে?নামাজ পড়ছে কান্না কটিও করছে মেয়ে টা।
সেই ছেলেটি প্রথম যার সঙ্গে বিবাহ হয়েছিল সে কিন্তু মেয়েটার ছাড়তে রাজী নয় মেয়েটাও তারকাছে যেতে রাজিনা । ছেলেটা তার ডিভোর্স দিচ্ছেনা যাতে মেয়েটা তার প্রেমিককে বিবাহ করতে না পারে, এখন কী হবে?
দয়া করে জানালে সাইখ উপকৃত হবো।
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ
২০ ফেব্রুয়ারী, ২০২২
ওয়েস্ট বেঙ্গল ৭১১৩১৫