আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৯৯৫১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমরা ৪বোন ১ভাই, ভাই সবার ছোট, বাবা মা বেচে আছেন আলহামদুলিল্লাহ, ৪বোনই বিবাহিতা, ভাই এখনো ছাত্র(২৬)।
আমাদের ঢাকায় একটি ৩তলা বাড়ি আছে, গ্রামে পাকা ১তলা বাড়ি আছে শহরে, এ ছাড়াও কিছু ধানী জমি আছে আমার বাবার। গ্রামে আমার ভাই এর নামে বাবা আলাদা জমি কিনে রেখেছেন। গ্রামের বাড়ির জমিসহ বর্তমান মূল্য ২কোটির মতো বার আরও বেশি। গ্রামের বাড়ির জমিতে চাচার অংশ আছে।
২০১৮ সালে আমার বাবা ঢাকার বাড়িটি আমার ভাইয়ের নামে হেবা আইন অনুযায়ী লিখে দেয় কিন্তু এই বিষয়ে কেউ কিছু জানে না এমনকি আমার ভাইও, আমি জেনেছি শুধু। আমার বাবা মা ওই বাড়িতেই থাকেন।
আমি জানতে চাচ্ছি,

১. আমার বাবা মা ভাইকে যে বাড়িটি লিখে দিয়েছেন তাতে আমরা বোনেরা কষ্ট পেয়েছি যে ওনারা আমাদের সমান চোখে দেখেননা আর আমাদের বঞ্চিত করেছেন। এতে করে আমার বাবা মায়ের কি কোন গুনাহ হবে? ইসলাম কি এমন দানকে সায় দেয়?

২. আমার ভাইয়ের হাতে মালিকানা হস্তান্তর হয়নি এখনো, যা বুঝলাম বাবা মা বেচে থাকতে তা হবে না। এমন দান কি বৈধ?

**আমাদের বাকি জমিগুলোতে কোন না কোন সমস্যা আছে যা আমাদের জীবদ্দশায় ভোগ করা বা মালিকানা ঠিক করা অসম্ভব বলতে গেলে। এই বাড়িটিতে কোন সমস্যা নেই শুধু।

ধন্যবাদ
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৪ জুলাই, ২০২২
ঢাকা