আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৮৭৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের পর মাথায় হাত রেখে কী পড়া হয় এবং এর ফজিলত কী এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই

১৪ আগস্ট, ২০২২
নারায়ণগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





এই দোয়ার ব্যাপারে হাদিস শরিফে বর্ণিত আছে নবী ﷺ যখন নামায শেষ করতেন, তখন ডান হাতে মাথা স্পর্শ করতেন এবং এই দোয়া পড়তেন-
: بِسْمِ اللَّهِ الَّذِي لا إِلَهَ إِلا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ ، اللَّهُمَّ أَذْهِبْ عَنِّي الْهَمَّ وَالْحَزَنَ
(তাবরানী ৩২৮৪, মাজমাউয যাওয়াইদ ১০/১১০) মুহাদ্দিসগণ হাদিসটিকে‘জঈফ’ তবে আমলযোগ্য বলেছেন।

তবে কুরআন সুন্নাহ এবং আছার ও আদইয়া-আযকারের কিতাবসমূহে উক্ত দোয়া ছাড়াও আরও বহু দোয়া আছে, তাই সেগুলো পড়াই উত্তম । সেগুলোর জন্য মাথায় হাত রাখার প্রয়োজন পড়ে না। যেমন, হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলূল্লাহ ﷺ বলেছেন,

مَنْ سَبَّحَ اللهَ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ ، وَحَمِدَ اللهَ ثَلَاثًا وَثَلَاثِينَ ، وَكَبَّرَ اللهَ ثَلَاثًا وَثَلَاثِينَ ، فَتْلِكَ تِسْعَةٌ وَتِسْعُونَ ، وَقَالَ تَمَامَ الْمِائَةِ : لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ غُفِرَتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ

“যে ব্যাক্তি প্রত্যেক নামাযের পর সুবহানাল্লাহ তেত্রিশবার, আলহামদুলিল্লাহ তেত্রিশবার ও আল্লাহু আকবার তেত্রিশবার বলবে এই হল নিরানব্বই-আর একশত পূর্ণ করার জন্য বলবে-لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ তার পাপসমূহ মাফ হয়ে যাবে, যদিও তা সমুদ্রের ফেনার মত হয়।” (সহীহ মুসলিম ১২৩০) (সংগৃহীত ও সম্পাদিত)

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন