আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ফেসবুকে টাকা দিয়ে অটো লাইক বা অটো ফলোয়ার ক্রয় করার বিধান

প্রশ্নঃ ১৯৭২০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেসবুক পেজের লাইক, ফলোয়ার টাকা দিয়ে বড়ানো কি জায়েজ?

১৯ নভেম্বর, ২০২৩
Boalia Rd

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ফেইসবুকের অটো লাইক বা অটো ফলোয়ার সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি, আসলে সেটা অনেকটা প্রতারণার নামান্তর। কেননা এখনে আপনার কন্টেন্ট'কে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয় যা বাস্তবসম্মত নয়। আবার যারা আপনার বিষয়বস্তুর সাথে একমত নন কিন্তু আপনি যেই ওয়েবসাইটের মাধ্যমে এসব ফলোয়ার কিংবা লাইক কুড়িয়েছেন তারা মূলত সেখানে থাকা কোনো কিছুতে লাইক করেছেন যা ওয়েবসাইটগুলো আপনাদের সাথেও শেয়ার করেছে। এর মাধ্যমে আসলে যারা আপনাকে ফলো করছে না কিংবা আপনার পোস্ট, কমেন্ট লাইক করছে না স্বয়ংক্রিয়ভাবে তাদের কাছ থেকেও আপনি লাইক পাচ্ছেন যারা সম্পূর্ণরূপে ধোঁকা।

সহিহ মুসলিমের ১৪৬ ও ১৪৭ হাদিসে বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ সা. ইরশাদ করেন مَن غشَّنا فليس منا/مَنْ غَشَّ ، فَلَيْسَ مِنِّي

অর্থ, যে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কাজেই প্রতারণার আশ্রয়ে সামান্য ফলোয়ার বা লাইক বাড়ানোর এসব অসুস্থ প্রতিযোগিতায় শামিল হওয়া একজন মানুষের জন্য কোনোক্রমেই শোভনীয় নয়। আল্লাহ তায়ালা আমাদের সহিহ বুঝ দান করুন। আমিন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন