আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

একে অন্যের গুনাহের ভার নেয়া

প্রশ্নঃ ২৪২৭২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বামী ও স্ত্রীর কোন কারনে তাদের সংসার হারাম হয়ে যায়। স্বামীর মা তাদের কে বলতেছে যে তোমরা সংসার চালিয়ে যাও তোমাদের গোনাহের দায়ভার আমি নিবো কেয়ামতের দিন। কারো গোনাহের দায়ভার কেও নিতে পারবে কি??

২৭ অক্টোবর, ২০২২
ঢাকা ১৩৬২

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, হাশরের ময়দানে কেউ অন্য কারো গুনাহের দায়ভার বহন করবে না। আল্লাহ পাক রব্বুল আলামীন কুরআনুল কারীম এরশাদ করেন-

وَلَا تَکۡسِبُ کُلُّ نَفۡسٍ اِلَّا عَلَیۡہَا ۚ وَلَا تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی ۚ ثُمَّ اِلٰی رَبِّکُمۡ مَّرۡجِعُکُمۡ فَیُنَبِّئُکُمۡ بِمَا کُنۡتُمۡ فِیۡہِ تَخۡتَلِفُوۡنَ

যে ব্যক্তি কোন গোনাহ করে, তা তারই দায়িত্বে থাকে। কেউ অপরের বোঝা বহন করবে না। অতঃপর তোমাদেরকে সবাইকে প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করতে হবে। অনন্তর তিনি তোমাদেরকে বলে দিবেন, যেসব বিষয়ে তোমরা বিরোধ করতে।
(আল আনআম-১৬৪)
সুতরাং স্বামীর মায়ের এমন কথা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কোরআন বিরোধী। সুতরাং স্বামীর মায়ের এ কথার উপর ভিত্তি করে তাদের ঘর সংসার করা কোনোভাবেই জায়েজ হবে না।

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন