আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৮৪৯৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম কবরের ছাওয়ালের সংক্রান্ত যে প্রশ্নটা আমি করেছিলাম তার উত্তর দিয়েছেন তার জন্য জাযাকাল্লাহু খায়রান উত্তরটি ইউটিউব সেকশনে পোস্ট করার জন্য বিনীত অনুরোধ করছি কারণ এই ওয়াজ গুলো শুনে উনারা বিভ্রান্তিতে পড়ছেন আপনার এই ইনশাআল্লাহ
আজকের প্রশ্ন
আমার মূলত হাশরের ময়দান সংক্রান্ত সূরা ওয়াকিয়া থেকে জানতে পারা যায় কেয়ামতের মাঠে মানুষদের তিন দলে বিভক্ত করা হবে 1 অগ্রবর্তী দল 2 ডান দিকের 3 বাম দিকের দল 'বাম দিকে থাকবে কাফের মুশরিক ডান দিকে থাকবে মুমিনরা ’আমি জানতে চাচ্ছি গুনাহগার মুসলমানদের কোন কাতারে রাখা হবে?
আমল নামা ডান হাত অথবা বাম হাতে কখন রাখা হবে ?
বিচার এবং মিজানের ওজনের পরে কি আমলনামা হাতে দেওয়া হবে ?
ভালো মুসলমান ফাসেক সবারই কি ডান হাতে আমলনামা থাকবে ?
হাউজে কাউসারের পানি কি শাফাআতে করার পর পর সকল মুসলিমদের জন্য উন্মুক্ত করা হবে মোনাফেক বাদে! নাকি পুলসিরাত পার হবার পর নাকি মিজান ওজনের পড়ে সঠিক জিনিসটা জানার জন্য মনটা আকুল হয়ে আছে !
বারাকাল্লাহ লানা ওয়ালাকুম' আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহমাসালা "জানলে মুসলিম উম্মাহর প্রভূত উপকার হবে
question and answer iconউত্তর দিয়েছেন: মুসলিম বাংলা ইফতা বিভাগ
৬ সেপ্টেম্বর, ২০২১
খুলনা