আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮৪৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম কবরের ছাওয়ালের সংক্রান্ত যে প্রশ্নটা আমি করেছিলাম তার উত্তর দিয়েছেন তার জন্য জাযাকাল্লাহু খায়রান উত্তরটি ইউটিউব সেকশনে পোস্ট করার জন্য বিনীত অনুরোধ করছি কারণ এই ওয়াজ গুলো শুনে উনারা বিভ্রান্তিতে পড়ছেন আপনার এই ইনশাআল্লাহ আজকের প্রশ্ন আমার মূলত হাশরের ময়দান সংক্রান্ত সূরা ওয়াকিয়া থেকে জানতে পারা যায় কেয়ামতের মাঠে মানুষদের তিন দলে বিভক্ত করা হবে 1 অগ্রবর্তী দল 2 ডান দিকের 3 বাম দিকের দল 'বাম দিকে থাকবে কাফের মুশরিক ডান দিকে থাকবে মুমিনরা ’আমি জানতে চাচ্ছি গুনাহগার মুসলমানদের কোন কাতারে রাখা হবে?আমল নামা ডান হাত অথবা বাম হাতে কখন রাখা হবে ?বিচার এবং মিজানের ওজনের পরে কি আমলনামা হাতে দেওয়া হবে ?ভালো মুসলমান ফাসেক সবারই কি ডান হাতে আমলনামা থাকবে ?হাউজে কাউসারের পানি কি শাফাআতে করার পর পর সকল মুসলিমদের জন্য উন্মুক্ত করা হবে মোনাফেক বাদে! নাকি পুলসিরাত পার হবার পর নাকি মিজান ওজনের পড়ে সঠিক জিনিসটা জানার জন্য মনটা আকুল হয়ে আছে !বারাকাল্লাহ লানা ওয়ালাকুম' আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহমাসালা "জানলে মুসলিম উম্মাহর প্রভূত উপকার হবে

৬ সেপ্টেম্বর, ২০২১
খুলনা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






কবরের ছাওয়াল সংক্রান্ত আপনার প্রশ্ন-উত্তর পোষ্ট করার নিয়ত আছে আমাদের।

এবারের প্রশ্নে আপনি আকীদা সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। যার উত্তর সবিস্তারে দেয়া প্রয়োজন।

আমাদের লোকবলের তুলনায় প্রশ্নের সংখ্যা অনেক বেশি থাকায় এ প্রক্রিয়ায় শুধু ঐ সকল প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করা হয়, যেগুলোর উত্তরের জন্য প্রশ্নের বেশি ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। যে প্রশ্নের জবাবের জন্য বিশদ বিবরণের প্রয়োজন হয় সেগুলোর জবাব এ সংক্ষিপ্ত আয়োজনে সাধারণত দেওয়া সম্ভব হয় না।

ঈমান ও আকাঈদ বিষয়ে আপনাকে কিছু কিতাবের উল্লেখ করছি যেগুলো পড়লে আপনি প্রশ্নাবলীর উত্তর
সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।

১- ইসলাম ও আমাদের জীবন (১-১৫ খণ্ড একত্রে)
by শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী।
এ কিতাবের ১ম খন্ড ইসলামী আকীদা-বিশ্বাস (ইসলাম ও আমাদের জীবন-১)।

২- আখেরাত - ইমাম গাযযালী রহঃ

৩- মুফতী মনসূরুল হক দা.বা রচিত কিতাবুল ঈমান

৪- মাওলানা হেমায়েত উদ্দিন দা.বা রচিত ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ

৫- দ্বীন ও শরীয়ত (Islamic Faith and Practice), মাওলানা মুহাম্মাদ মানযুর নু’মানী রাহ.

৬- অ্যাপের বয়ান সেকশন থেকে আখেরাত সংক্রান্ত আলোচনা শুনতে পারেন।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন