মুসলিম বিবাহ

আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২০৯৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি যখন পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উঠি তখন আমার স্কুলের শিক্ষকগণ আমার বয়স দুই বছর কমিয়ে দিয়েছিলেন এবং বলছিলেন এই জন্মতারিখটা মেইন্টেইন করতে । আমার সকল একাডেমিক কাগজে ও জন্মনিবন্ধনে এই জন্মতারিখই উল্লেখ করা । বাংলাদেশে সরকারি চাকরির আবেদনের বয়সসীমা ৩০ বছর । আমার এ বছর অক্টোবরে ৩০ বছর পূর্ণ হবে অর্থাৎ আবেদনের সুযোগ শেষ হয়ে যাবে কিন্তু আমার সার্টিফিকেট অনুযায়ী আরো দুই বছর সময় আছে দুই বছর কমিয়ে দেয়ার কারণে। আমার সেশন জট ও প্রথমবার ভার্সিটি চান্স না পাওয়ার কারণে দুই বছর এবং করোনার কারণে এক বছর মোট তিন বছর লস গেছে । এমতাবস্থায় আমার ওই বয়স কমানোর সুযোগ নেয়াটা জায়েজ বা হালাল হবে??,

২৯ জুলাই, ২০২২

ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





জেনেশুনে জন্ম নিবন্ধন জন্মতারিখ ভুল বসানো বয়স বৃদ্ধি কিংবা কম করা কবীরাহ গুনাহ।

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، - وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيُّ ح وَحَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، مُحَمَّدُ بْنُ حَيَّانَ حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، كِلاَهُمَا عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا وَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا " .

১৮৫। কুতায়বা ইবনে সাঈদ এবং আবুল আহওয়াস মুহাম্মাদ ইবনে হাইয়ান (রাহঃ) ... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করবে, সে আমাদের দলভুক্ত নয়, আর যে ব্যক্তি আমাদের ধোকা দিবে সেও আমাদের দলভূক্ত নয়।

আরও জানতে নিচের রেফারেন্স উত্তরটি দেখুন।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

১০৩২৪১

চুন খাওয়ার বিধান কি?


১৪ মে, ২০২৫

গফরগাঁও

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাহাদাত হুসাইন ফরায়েজী

১০৭৯২০

কুড়িয়ে পাওয়া স্বর্ণ বা চোরাইকৃত টাকায় মহর আদায় করলে বিবাহ সহীহ হবে কি না?


২৩ জুন, ২০২৫

রংপুর

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাহাদাত হুসাইন ফরায়েজী

১১০২২৯

বালা মুসিবত দূর করার জন্য আজান দেওয়ার হুকুম কী?


৭ জুলাই, ২০২৫

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী নাঈম সিদ্দীকী বিন আব্দুস সাত্তার

১০৩১৯৬

সাদপন্থীদের সাথে শরীকানায় কুরবানী দেয়া যাবে?


১৪ মে, ২০২৫

Baghan

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাহাদাত হুসাইন ফরায়েজী