মুসলিম বিবাহ

আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মাসিক চলাকালে তালাক

প্রশ্নঃ ৯৭২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার স্বামী, আমার মাসিক চলাকালীন অবস্থায় (ফোনে) আল্লাহ কে সাক্ষী রেখে তোমাকে এক তালাক, দুই তালাক, তিন তালাক দিলাম এই কথা বলছে,এই কথা আমার আব্বু শুনে ফেলছেন (ফোন স্পিকার দেয়া ছিল) আমাদের তালাক কার্যকর হয়ে গেছে, এই কথা ও মানতে পারছে না ও আবার সংসার করতে চায়,এই অবস্থায় সংসার করলে হারাম হবে, তাই আমি এ অবস্থা সংসার করতে চাই না,হালাল অবস্থায় সংসার করতে হলে করনীয় কি?,

২৪ জুলাই, ২০২৫

ময়মনসিংহ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রথমত আমরা তালাকের মতো স্পর্শকাতর বিষয়টি আমাদের এই সংক্ষিপ্ত ও উন্মুক্ত প্লেসে উল্লেখ না করতে বলবো। বরং এর জন্য সরাসরি বিজ্ঞ ওলামায়ে কেরাম ও অভিজ্ঞ মুফতি মহোদয়ের শরণাপন্ন হওয়া জরুরি।

তবে প্রশ্নকারীরা যখন জিজ্ঞেস করেই বসেন তখন তাদের বর্ণনার ভিত্তিতে আমরা জবাব দিয়ে থাকি। বর্ণনার ভিন্নতায় হুকুমের পরিবর্তন হলে কর্তৃপক্ষ দায়ী নয়।

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ওপর তিনতালাক পতিত হয়েছে। এখন সংসার করার সুযোগ নেই। বরং উভয়কে আজীবনের জন্য সম্পূর্ণ আলাদা হয়ে যেতে হবে।

শরীয়তে তিন তালাকের পর পূণরায় সংসার করার জন্য যে কঠিন শর্তারোপ করেছে আত্মমর্যাদাসম্পন্ন কোনো মানুষ সেই পথ গ্রহন করতে পারে না।

তার পদ্ধতি হচ্ছে তিন তালাকের পর ইদ্দত পূর্ণ করে কোনো প্রকারের শর্তারোপ ছাড়া অন্যের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে হবে। তারপর নতুন স্বামীর সাথে স্বামী-স্ত্রীসুলভ আচরণ হওয়ার পর তিনি যদি সেচ্ছায় তাকে তালাক দেয় তাহলে ইদ্দত পুরণ করে নতুন মোহর নির্ধারণের মাধ্যমে পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে পারবে।

আল্লাহ তায়ালা ইরশাদ করেন।
الطَّلَاقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ ۗ

فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ ۗ

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা, মোহাম্মাদপুর

প্রসঙ্গসমূহ:

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৯৭৩৬৫

কাবিন নামার ১৮ ও ১৯ ধারা জানা অজানা কিছু বিষয়


২২ মার্চ, ২০২৫

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাহাদাত হুসাইন ফরায়েজী

২৯২১৫

শর্তযুক্ত তালাকের বিধান


১২ ফেব্রুয়ারী, ২০২৩

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

১০৪৯০৫

লিখিত তালাক


২৯ মে, ২০২৫

ইটনা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি

৩৫৩৮৬

স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে?


২২ জুন, ২০২৩

R৩৪P+VRQ

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী